পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসদ্ধি। ఏ). তাহা এড়ি ভরত কতকদুরে গেলে। তৃণশয্যা দেখিলেন এক বৃক্ষতলে। তদুপরে শুয়েছিল রাম বনবাসী। তৃণলগ্ন আছে পাট কাপড়ের দশী ॥ আছাড় খাইয় পড়ে ভরত ভূতলে। সুমন্ত্র ধরিয়া তারে লইলেক কোলে ৷ ভরত রামের শোকে হইল অজ্ঞান। ভরতের ক্রনদনেতে বিদরে পরাণ ॥ ভরত বলেন গুহ ঐরামের মিত। করিতে তোমার পূজা আমার উচিত। র্যারে কোল দিয়াছেন আপনি শ্রীরাম। তাহারে উচিত হয় করিতে প্রণাম ॥ আপনি ভরত তারে দেন আলিঙ্গন । মুগন্ধি চন্দন দেন বহু মূল্য ধন ॥ প্রসাদ পাইয় গুহ গেল নিজ দেশে । ভরত গেলেন তবে রামের উদেশে ॥ কৃত্তিবাস-পণ্ডিত-বিরচিত রামায়ণ ( অযোধ্যাকাণ্ড )