এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ক্রীচৈতন্যের শৈশব । এই মত দিনে দিনে শচীর কুমার। বাড়য়ে শরীর খানি অমিয়ার ধার * ॥ কি দিব উপমা কিছু না দিলে সে নারি । খল বল করে প্রাণ না কহিলে মরি ॥ নিতি ণ" ষোলকলাপুর্ণ ইন্দু মুখচন্দ্র । সাধে দেখিবারে ধীয় জনমের অন্ধ ॥ আবেশ অধরে আধ মুচকি হাসিতে । অমিয়া সাগর যেন হিল্লোল সহিতে ॥ শচী পুণ্যবতী জগন্নাথ ভাগ্যবান। সাদরে নিরখে দোহে পুত্রের বয়ান ॥ ক্ষণে হাসে ক্ষণে র্কাদে ক্ষণে খটি করে } । ক্ষণে কোলে ক্ষণে দোলে হিয়ার উপরে ॥ শচী-উরঃস্থলে দুই চরণ রাখিয়া । দোলে যেন সোণার লতিকা বায়ু পাঞ ॥ অতি দীর্ঘ নয়ন সুন্দর আট হাসি । অধরে অমিয়া যেন ঢালিছেন শশী । নাসিকা শুকের ওষ্ঠ জিনি মনোহর । গগুযুগ জ্যোতিৰ্ম্ময় গটল সোসর ৪ ॥ ५ोंझt । + নিত্য আবদার। ৯ সদৃশ ।