এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রিসন্ধি । సెt উষাকাল হইলে যতেক নারীগণ । বালক বেড়িয়ে সবে করে সংকীৰ্ত্তন । হরি বলি নারীগণে দেয় করতালি । নাচে গোঁর স্বন্দর বালক কুতুহলী % ৷ হেন অঙ্গভঙ্গী করি নাচে গৌরচন্দ্র । দেখিয়া সবার হয় অতুল আনন্দ । নিরবধি ধায় শিশু কি ঘর বাহিরে । পরম চঞ্চল কেহ ধরিতে না পারে । একেশ্বর ণ বাড়ীর বাহিরে কভু যায় । খই কলা সন্দেশ যা দেখে তাই চায় । দেখিয়া গোরার রূপ পরম মোহন । যে জন না চিনে সেহ দেয় ততক্ষণ ৷ সবাই সন্দেশ কলা দেহেন গোরারে ৮ পাইয়া সন্তোষ শিশু আসিলেন ঘরে । যে সকল স্ত্রীগণে গায়েন হরিনাম । তা সবারে আনি সব করেন প্রদান । বালকের বুদ্ধি দেখি হাসে সৰ্ব্বজন । হাততালি দিয়া হরি বলে অমুক্ষণ । শ্ৰীবৃন্দাবনদাস ঠাকুর ।
- আনন্দিত । + একাকী ।