পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । 33 সম ধৰ্ম্মাধৰ্ম্ম, সম কৰ্ম্মাকৰ্ম্ম, শত্রু মিত্র সমতুল, জর মৃত্যু নাই, অপরূপ ঠাই, কেবল সুখের মূল । চৌদিকে দুস্তর, সুধার সাগর, কল্পতরু সারি সারি, মণি-বেদি পরে, মণিময় ঘরে, বসি গৌরী ত্রিপুরারি । ভারতচন্দ্র । গৌরীর রূপ। হিমালয়ে বাড়েন চণ্ডিকা । আন বেশ দিনে দিনে শোভা অলঙ্কার বিনে দেখি সুখী হইল মেনকা । অধর বন্ধক বন্ধু বদন শারদ-ইন্দু কুরঙ্গ গঞ্জন বিলোচন । প্রভাতে ভানুর ছটা কপালে সিন্দর ফোটা তনু-রুচি ভুবনমোহন ॥