পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । ( eع ) কায়কোবাদের গলিল হৃদয়, পিতারে পাঠাল কহি, দিবে দেখা তারে সম্রাটু বেশে সিংহাসনেতে রহি ? কিন্তু যখন নাশের উদদীন পশিল শিবিরে আলি,কোথায় রহিল রাজ-গৌরব গরব গেলরে ভাসি ; পিতার চরণে লুটিয়া কঁাদিল ব্যথিত কায়কোবাদ, সিংহাসনেতে বসায়ে পিতারে মিটাল বিসস্বাদ । ( C. Y 潭 দুৰ্ম্মতি তার করিবারে দূর মধুর বচন কত কহিল তাহারে নাশের উদদীন । হইল সে সম্মত— মানিয়া চলিতে পিতার বাক্য করিতে সংশোধন নিজ চরিত্র—তখন নাশের ফিরেন হৃষ্ট মন ।