পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । শুনিয়া কাশিরাজ উঠিল রাগি’ l “নগরে কেন এত শোক । আমি ত আছি তবু কাহার লাগি কাদিয়া মরে যত লোক । আমার বাহুবলে হারিয়। তবু অামারে করিবে সে জয় । অরির শেষ নাহি রাখিবে কভু । শাস্ত্রে এই মত কয় ! মন্ত্রী, রটি দাও নগর মাঝে ঘোষণা কর চারিধারে— যে ধরি? আনি দিবে কোশলরাজে কনক শত দিব তারে ” ফিরিয়া রাজদূত সকল বাট— রটনা করে দিনরাত । যে শোনে, আঁখি মুদি’ রসন কাটি’ শিহরি কানে দেয় হাত । রাজ্যহীন রাজা গহনে ফিরে মলিন চীর দীনবেশে । পথিক একজন অশ্রনীরে একদা শুধাইল এসে,—