এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রিসন্ধি । . مeb < “কোথাগো বনবাসী বনের শেষ, কৌশলে যার কোন মুখে ?” * শুনিয়া রাজা কহে, “অভাগা দেশ, সেথায় যাবে কোন দুখে ?” পথিক কহে, “আমি বণিক জাতি, ডুবিয়া গেছে মোর তরী । এখন দ্বারে দ্বারে হস্ত পাতি’ কেমনে রব প্রাণ ধরি । করুণা-পারাবার কোশলপতি শুনেছি নাম চারিধারে, অনাথনাথ তিনি দীনের গতি, L. চলেছে দীন তারি দ্বারে ” শুনিয়া নৃপস্থত ঈষৎ হেসে রুধিলা নয়নের বারি, নীরবে ক্ষণকাল ভাবিয়া শেষে কহিলা নিঃশ্বাস ছাড়ি— “পাস্থ যেথা তব বাসনা পুরে দেখায়ে দিব তারি পথ । এসেছে বহতুখে অনেক দূরে সিদ্ধ হবে মনোরথ ।”