এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রিসন্ধি । বসিয়া কাশিরাজ সভার মাঝে ; দাঁড়াল জটাধারী এসে ।
- হেথায় আগমন কিসের কাজে *” নৃপতি শুধাইল হেসে ।
“কোশলরাজ আমি, বন-ভবন,” কহিলা বনবাসী ধীরে,— “আমারে ধরা পেলে যা’ দিবে পণ দেহ তা মোর সার্থীটিরে ।” উঠিল চমকিয়া সভার লোকে, নীরব হ’ল গৃহতল, বৰ্ম্ম-আবরিত দ্বারীর চোখে অশ্রত করে ছলছল । মৌন রহি রাজা ক্ষণেক তরে হাসিয়া কহে—“ওহে বন্দী, মরিয়া হবে জয়ী আমার পরে এমনি করিয়াছ ফন্দি । তোমার সে আশায় হানিব বাজ, জিনিব আজিকার রণে, রাজ্য ফিরি দিব, হে মহারাজ, হৃদয় দিব তারি সনে ৷”