পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রিসন্ধি

ত্রিসন্ধি । .. Q অঙ্কিত করাইয়া সর্বত্র ভাহা প্রচারিত করিয়া দিলেন, এবং তাহাকে ধৃত করিয়া ত্মানিবার আদেশ ঘোষণা করিলেন। গুরগানের অধিপতি র্তাহার সৎগুণে মুগ্ধ হইয়া মাহমুদের আদেশ সত্ত্বেও তাহাকে পরিত্যাগ করিলেন না। আবিসেনা আসিলেন না বটে, কিন্তু অলবিরুনি সুলতান মাহমুদের সভায় আসিয়া যোগদান করিলেন। সুলতান মাহমুদ তাহার সহিত সদ্ব্যবহার করেন নাই। একদিবস চতুদ্বারবতী গ্রীষ্ম-বাটিকায় যখন সুলতান মাহমুদ বিশ্রাম করিতেছেন, তখন কোন্‌ দ্বার দিয়া তিনি বাহির হইবেন, গণনা করিয়া অলবিরুনিকে তাহ স্থির করিতে তিনি অনুরোধ করিলেন। অল্বিরুনি এক কাগজখণ্ডে গণনা-ফল লিখিয়া শয্যানিম্নে তাহা সংস্থাপিত করিলেন। তখন সুলতান তাহার অজ্ঞাতসারে প্রাচীর-মধ্যে বিবর রচনা পূর্বক তদ্বারা বহির্গত হইলেন। তৎপরে অল্বিরুনির লিখিত ভবিষ্যৎ-লিপি পাঠ করিয়া দেখা গেল যে, তিনিও সেই কথাই লিখিয়া রাখিয়াছেন। মাহমুদ ক্রোধে তাহাকে প্রাচীর হইতে নিম্নে নিক্ষিপ্ত করিবার আদেশ দিলেন। কিন্তু একটি মশারিতে বাধা প্রাপ্ত হইয়া অল্বিরুনি অক্ষত রহিলেন। স্থলতানের সম্মুখে আনীত হইলে সুলতান তখন র্তাহাকে জিজ্ঞাসা করিলেন যে, এরূপ দণ্ডের বিষয় তিনি পূর্ব হইতে জ্ঞাত ছিলেন কি না। তিনি তাহার লিপি উদঘাটন পূর্বক সর্বসমক্ষে প্রকাশ করিয়া দেখাইলেন যে, প্রাচীর হইতে নিম্নে নিক্ষিপ্ত হইবার এবং দৈবক্রমে রক্ষা