এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রিসন্ধি । দ্বারে যদি থাকে দাড়াইয়া মানমুখ বিষাদে বিরস,— তবে মিছে সহকার-শাখা তবে মিছে মঙ্গল কলস ! ঐরবীন্দ্রনাথ ঠাকুর । >>ー) হাতেমতাই । ইমনৃ দেশেতে নরপতি এক দানশীল খ্যাতিমান মেঘের মতন অবিরতধারে করিতেন ধন দান । সোনার প্রাসাদ, গালিচা-দুলিচা কিংখাব দিয়ে ঢাকা । রতন প্রাচীরে রঙীন জহরে কত ফুলপাত আঁকা । স্ফটিকস্বচ্ছ কুট্টিম যেন দরপণ একখান— সুগন্ধি বাতি জ্বলে সারারাতি, ছুটে উৎসের গান ! এমনি অতুল বিভব তাহার, কুবেরের মত ধন দানেও তেমনি-—দুই হাতে টাকা করিতেন বিতরণ ! একদা নগরে দীন দুঃখী সবে ডাকিয়া মহোৎসবে, নিজ হাতে রাজা মুঠায় মুঠায় বিতরেন ধন যবে— সহসা সবার গুঞ্জন মাঝে কে যেন বলিয়া উঠে, “রাজা আমাদের হাতেমের মত ” রাজার কর্ণপুটে Եժ