এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রিসন্ধি । ১১৭ তখনি তারে হজরতের নিকটে লয়ে যায় ; শুনিয়া তার বারতা, তিনি জিজ্ঞাসেন তায়— “নমাজ তুমি পড়ন কেন ?” ভক্ত কহে শুনি, “আমি যে দীন, মহাত্মন! আছেন যারা গুণী র্তাদের পদ ধোয়ায়ে দিয়া ধন্য মোর প্রাণ ! আমার মুখে সাজে কি প্রভু, আল্লাগুণগান ?” শুনিয়া হজরত র্তারে করেন আলিঙ্গন । কহেন, “শ্রেষ্ঠ উপাসক এই ভক্তজন । ইহার এই নম্রতাই সত্য উপাসনা সবার পদ-সেবায় সুখ লভেছে কোন জনা ?” হজরতের নয়ন বাহি’ পুলকধারা ঝরে আনন্দেতে বদনে তার বচন নাহি সরে । জীবন-সঙ্গীত । বলোনা কাতরস্বরে “বৃথা জন্ম এসংসারে এ জীবন নিশার স্বপন ; দীর পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করে না ক্ৰন্দন ।