পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । ১১৯ সাধিতে আপন ব্রত স্বীয় কার্য্যে হও রত একমনে ডাক ভগবান ; সঙ্কল্প সাধন হবে, ধরাতলে কীৰ্ত্তি রবে, সময়ের সার বর্তমান । মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন அ হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে, স্বীয় কীৰ্ত্তি-ধ্বজ ধরে আমরাও হব বরণীয় । সময় সাগর-তীরে, পদাঙ্ক অঙ্কিত করে, আমরাও হব হে অমর ; সেই চিহ্ন লক্ষ্য করে, অন্ত কোন জন পরে যশোদ্বারে আসিবে সত্বর। করে না মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার-সমরাঙ্গন মাঝে, সঙ্কল্প করেছ যাহা সাধন করহে তাহ রত হয়ে নিজ নিজ কাজে । হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।