পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> २२ ত্রিসন্ধি । কোন অহঙ্কারে মাতি লইলে মস্তক পাতি এ হেন কঠিন গুরুকাজ । কি আছে তোমার, কহ আজ ।” কহিল সে নমি সব কাছে— “শুধু এই ভিক্ষাপাত্র আছে ! অামি দীনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে তাই তোমাদের পাব দয়া প্রভু-আজ্ঞা হইবে বিজয় । “আমার ভাণ্ডীর আছে ভ’রে তোমা সবাকার ঘরে ঘরে । , তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা-অন্নে বঁাচাব বস্থধা— মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা !” শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর।