পৃষ্ঠা ১ পৃষ্ঠা
পরিশিষ্ট টীকা পারস্ত সাহিত্য ও ইতিহাস যেরূপ অলঙ্কত হইয়াছিল,— যেরূপ অলঙ্কার বা গহনা দেহকে সজ্জিত করে, সেইরূপ পারস্ত ভাষায় লিখিত গদ্য পদ্যাদি রচনা এবং ইতিহাস মূল্যবান ভাষা ও ভাবের দ্বারা সজ্জিত হইয়াছিল। পণ্ডিত ব্যক্তিগণই সাহিত্য ও ইতিহাসকে সেই অলঙ্কারে সজ্জিত করেন । দার্শনিক—দর্শন বলিতে জ্ঞান বুঝায়, দর্শনশাস্ত্র অর্থাৎ জ্ঞানশাস্ত্র। এই দর্শন বা জ্ঞান যাহাদের হইয়াছে তাহারা দার্শনিক। র্যাহারা দর্শনশাস্ত্রের মৰ্ম্ম বুঝেন তাহাদিগকেও দার্শনিক বলা যায় । বৈজ্ঞানিক—বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান ; পদার্থের তত্ত্ব নিণীত করে যে শাস্ত্র তাহাই বিজ্ঞান শাস্ত্র। বিজ্ঞানে পারদর্শী ব্যক্তিকে বৈজ্ঞানিক কহে। প্রতিকৃতি—( প্রতি-পুনৰ্ব্বার ক্ক করা +তি (ক্তি ) ৭ ) প্রতিমূৰ্ত্তি। সাদৃপ্ত। চতুদ্বারবতী—চারিটি দরজ যাহার আছে। স্বর্ণাস্তরশোভিত—সোণার আচ্ছাদনের দ্বারা শোভাযুক্ত। সামরিক প্রবৃত্তি—যুদ্ধ করিবার ইচ্ছা । রসগ্রাহিত—এস্থানে রস বলিতে কাব্যের আস্বাদন