পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

#1 సెరి oël se oël se পৃষ্ঠা ילצ পৃষ্ঠা ৯৮ পৃষ্ঠা ৯৯ পৃষ্ঠা У о о পৃষ্ঠা ১০২ જૂર્કી Y S 4 /ില് শেষাহিপতি—সপরাজ বাসুকি । শচী—শ্ৰীচৈতন্তের মাতার নাম পাঞ—পাইয়া । মৃগ পালে পাল শাৰ্দ্দল রাখাল—কৈলাস পৰ্ব্বতে হরিণের পাল চরির বেড়াইতেছে এবং ব্যাঘ্র তাহাদের রাখাল হইয়াছে। সম ধৰ্ম্মাধৰ্ম্ম সম কৰ্ম্মাকৰ্ম্ম—সেখানে ধৰ্ম্ম এবং অধৰ্ম্ম সমান, কাজ এবং অকাজ সমান—কারণ সেখানে উচ্চ নীচ, ক্ষুদ্র বৃহতের কোন অসমত নাই—সমস্তই এক। বন্ধ ক– বাধুলি ফুলের গাছ, বাধুলি ফুলও বুঝায়। রুচি—শোভা । সৌদামিনী—বিদ্যুৎ । বিটপী—বৃক্ষ। বলবন গিয়ামুদিন—পাঠান রাজত্বকালে দিল্লীতে দাসবংশ নামক এক রাজবংশ বহুকাল ধরিয়া রাজত্ব করিয়াছিল। গিয়ামুদিন বলবন সেই বংশের একজন বাদশাহ ছিলেন। তিনি খুব প্রতাপান্বিত ছিলেন। তাহার মৃত্যুর পর তাহার পৌত্র কায়কোবাদ দিল্লীর সিংহাসন লাভ করেন এবং কায়কোবাদের পিতা বাঙ্গালার শাসনকর্তৃপদে প্রতিষ্ঠিত থাকেন। কায়কোবাদ অসচ্চরিত্র যুবক ছিলেন । জালালুদিন খিলিজি তাহাকে নিহত করিয়া দিল্লীর সিংহাসন অধিকার করেন। তখন হইতে থিলিজি বংশের শাসন দিল্লীতে প্রতিষ্ঠিত হয় । আনন্দময়ী-দেবী দশভুজা ।