পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রিসন্ধি

Wy ত্রিসন্ধি । ইহার পর মাহমু যখন ভারতবর্ষ-আক্রমণ হইতে প্রত্যাগত হইতেছেন, তখন পথিমধ্যে একদা এক বিদ্রোহী রাজা তাহাকে বাধা দিবার উপক্রম করিলে তিনি ডাহার দুর্গারে সসৈন্তে গিয়া উপস্থিত হইলেন । রাজা সন্ধি স্থাপন করিতে বাধ্য হইয়া একটি কবিতায় তাহাকে সন্ধির মৰ্ম্ম জ্ঞাপন করিলেন। সেই কবিতার দুই ছত্রের রচনা-চাতুৰ্য্য দর্শন করিয়া উল্লসিত হইয়া মাহমুদ উহা কাহার রচনা, জিজ্ঞাসা করিলেন। মন্ত্রী উত্তর করিল, কবি ফর্দ সির। তখন কবির সহিত নিজ দুৰ্ব্ব্যবহারের কথা স্মরণ করিয়া সুলতান লজ্জিত হইয়া কহিলেন, “গজনিতে র্তাহার বিষয় জামাকে স্মরণ করাইও ।” রাজ-উস্ট্রপৃষ্ঠে স্থূলতানের বহুমূল্য উপঢৌকন ও প্রতিপূর্ণ পত্র ফাঁসির নিকট প্রেরিত হইল। কিন্তু হায়! যখন এই রাজোপহার ফাঁসির ভবনে গিয়া উপস্থিত হইল, তখন তাহার মৃতদেহ অন্ত্যেঃি সৎকার নিমিত্ত লোকে গৃহ হইতে বাহির করিয়া আনিতেছে। নগরের বাহিরে যে স্থানে কবির প্রমোদকানন ছিল, তথায় তাহার মৃতদেহ সমাহিত হইল। কবির একটি মাত্র কন্যা ছিলেন ; দূতগণ র্তাহাকেই সুলতানের উপহার দান করিতে গেল। কিন্তু তেজস্বিনী কবি-কন্যাসে অর্থ গ্রহণে সন্মতা হইলেন না।