পাগুবদিগের স্বর্গারোহণ। প্রথম চিত্র। ধৰ্ম্মরাজ যুধিষ্ঠির অর্জুনের মুখে যদুবংশীয়দিগের নিধন ও শ্ৰীকৃষ্ণের স্বর্গগমনবৃত্তান্ত শ্রবণ করিয়া, স্বয়ং মহাপ্রস্থান করিবার মানসে ধনঞ্জয়কে সম্বোধন করিয়া কহিলেন, “প্রাতঃ ! কালপ্রভাবেই মনুষ্যের ক্ষয় হয়, আমি শীঘ্রই মহাপ্রস্থান করিয়া কালের সেই অপরিহার্ঘ্য নিয়ম পালন করিব, অবধারণ করিয়াছি। এক্ষণে তোমাদের যাহা কৰ্ত্তব্য হয়, স্থির কর।” যুধিষ্ঠিরের অভিপ্রায় অবগত হইয়া ভীম, অৰ্জ্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী, ধৰ্ম্মরাজের অনুগমন করিতে কৃতসংকল্প হইলেন। এইরূপে সকলে ইহসংসার পরিত্যাগে কৃতনিশ্চয় হইলে ধৰ্ম্মরাজ যুধিষ্ঠির অভিমনু্যনন্দন পরীক্ষিৎকে রাজ্যে অভিষিক্ত করিয়া, পিতৃকুল ও মাতৃকুলের পরলোকগত আত্মীয়গণের শ্রান্ধ তৰ্পণাদি সমাপন পূর্বক, মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হইতে লাগিলেন। বেদব্যাস, নারদ, মার্কণ্ডেয় এবং যাজ্ঞবল্ক্য প্রভৃতি ঋষিগণ, পাণ্ডবদিগের সহিত সাক্ষাৎ করিবার মানসে হস্তিনীয় উপস্থিত হুইলেন। y যুধিষ্ঠির তাহাদিগকে সমুচিত সৎকার করিয়া এবং গুরুজন ও প্রজাগণের নিকট হইতে বিদায় লইয়া, আভরণাদি পরিত্যাগ
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৭
ত্রিসন্ধি
৭