পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রিসন্ধি

ত্রিসন্ধি। సి নিপতিত হইলেন ?” যুধিষ্ঠির উত্তর করিলেন “প্রাতঃ ! সকলকেই আপন আপন কৰ্ম্মফল ভোগ করিতে হয়। দ্রৌপদী আমাদিগের মধ্যে অৰ্জ্জুনকে সর্বাপেক্ষা অধিক যত্ন করিতেন, সেই জন্যই তাহাকে ভূপতিত হইয়া কলেবর পরিত্যাগ করিতে হইল।” এই বলিয়া তিনি দ্রৌপদীর প্রতি ক্ৰক্ষেপও না করিয়া একমনে অগ্রসর হইতে লাগিলেন । কিয়দুর গমন করিয়া সহদেব ভূপতিত হইলেন। ভীমসেন সহদেবকে ভূতলে নিপতিত হইতে দেখিয়া আবার উচ্চৈঃস্বরে বলিয়া উঠিলেন, “মহারাজ ! সহদেব নিরহস্কার হইয়া সৰ্ব্বদাই ভক্তির সহিত আমাদিগের সেবা করিয়াছেন ; তবে কি কারণে ইহাকে ভূতলে নিপতিত হইতে হইল ?” যুধিষ্ঠির কহিলেন, “ভীম ! সহদেব সৰ্ব্বদাই আপনাকে বিজ্ঞ বলিয়া মনে করিত, সেই জ্ঞানাভিমানেই উহার পতন ঘটিল।” কিছুকাল পরে নকুলও ভূপতিত হইলেন। নকুলকে পতিত হইতে দেখিয়া ভীমসেন প্রাণের আবেগে আবার যুধিষ্ঠিরকে নকুলের পতনের কারণ জিজ্ঞাসা করিলেন। যুধিষ্ঠির কহিলেন, “ভীম ? নকুল ধাৰ্ম্মিক ছিলেন, তাহাতে কোন সংশয় নাই। কিন্তু আমার তুল্য রূপবান নাই, নকুলের মনে এই এক প্রবল অভিমান ছিল। সেই রূপাভিমানেই উহাকে ভূতলে নিপতিত হইতে হইল।” এই বলিয়া যুধিষ্ঠির নকুলকে সেই অবস্থায় পরিত্যাগ পূর্বক আবার চলিতে লাগিলেন।