পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১২
ত্রিসন্ধি
১২

२२ ত্রিসন্ধি । “মহারাজ ! আপনি অবিলম্বে এই রথে সমারূঢ় হইয়া স্বর্গারোহণ করুন ।” তখন যুধিষ্ঠির দেবরাজ ইন্দ্রকে সম্বোধন করিয়া কহিলেন, “অমররাজ ! সুকুমারী দ্রৌপদী ও আমার প্রিয় ভ্রাতৃগণ ধরাতলে নিপতিত হইয়াছেন, ইহাদিগকে পরিত্যাগ করিয়া স্বৰ্গারোহণ করিতে আমার বাসনা নাই ।” দেবরাজ ইন্দ্র বলিলেন, “সে কি মহারাজ ! পাঞ্চালী ও আপনার ভ্রাতৃগণ কি এখনও ভূমিতলে পতিত হইয়া রহিয়াছেন ? তাহারা নশ্বর দেহ পরিত্যাগ করিয়া আপনার পূর্বেই অমরলোকে গমন করিয়াছেন। আপনার পূর্বপুরুষগণ, আপনার ভ্রাতৃগণ, ও দ্রৌপদী প্রভৃতি সকলেই আপনাকে দেখিবার জন্য উৎকষ্ঠিত চিত্তে অপেক্ষা করিতেছেন ; অতএব আপনি শীঘ্র রথারোহণ করুন।” ধৰ্ম্মরাজ বলিলেন, “অমররাজ ! এই কুকুর বহুদিন আমার সঙ্গে রহিয়াছে ; ইহাকে পরিত্যাগ করিয়া আমি কোথাও গমন করিতে পারি না । অতএব আপনি ইহাকেও আমার সহিত স্বর্গারোহণ করিতে অনুমতি করুন।” দেবরাজ কহিলেন, “ধৰ্ম্মনন্দন! পুণ্যের ফলে আপনার স্বর্গ ও অমরত্ব লাভ হইবে । কুকুর অতি অপবিত্র জন্তু ; কুকুরের সহিত একত্র অবস্থান করিলেও পুণ্যফল বিনষ্ট হয়। অতএব মহারাজ ! তাহার জন্য কালবিলম্ব না করিয়া স্বর্গে গমন করাই আপনার পক্ষে বিধেয়। কুকুরকে পরিত্যাগ করিয়া গমন করিলে আপনার কিঞ্চিম্মাত্রও নিষ্ঠর ব্যবহার করা হইবে না।” যুধিষ্ঠির কহিলেন, “দেবরাজ ! আশ্রিত জনকে পরিত্যাগ