>や - ত্রিসন্ধি । রাধানগর গ্রামে ১৭৭৪ খৃষ্টাব্দে রামমোহন রায় জন্ম গ্রহণ করেন । র্তাহার পিতার নাম - রামকান্ত রায় ও মাতার নাম তারিণী দেবী। তারিণী দেবীর প্রচলিত নাম ফুলঠাকুরাণী ছিল । রামমোহন রায়ের বংশ সন্ত্রান্ত বৈষ্ণব এবং কুলীন ংশ ছিল । নবাব সরকারে কার্য্য করিয়া তাহার প্রপিতামহ “রায়” উপাধি প্রাপ্ত হইয়াছিলেন। க் রামমোহন রায়ের জন্মকালে এ দেশের অবস্থা সকল দিকেই অতীব শোচনীয় ছিল। ইংরাজ-শাসন তাহার অল্পকাল পূর্বে স্থাপিত হইয়াছিল, সুতরাং দেশ স্বশাসিত ছিল না। যে বৎসর রামমোহন জন্মগ্রহণ করেন, সেই বৎসরেই ভারতবর্ষের প্রথম গবর্ণর জেনারেল নিযুক্ত হয়েন ও প্রধান ধৰ্ম্মাধিকরণ সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। তৎকালে গুরু মহাশয়ের পাঠশালা, ব্রাহ্মণ পণ্ডিতের চতুষ্পাঠী, এবং মৌলবিদিগের নিকট পারসি ও আরবি ভাষা শিক্ষার স্থান, এই তিন প্রকার শিক্ষালয় ছিল । রামমোহন রায় অতি অল্প বয়সেই পাঠারস্ত করিয়া পাটনায় গমন ও অবস্থিতি পূর্বক তথায় আরবি ভাষা শিক্ষা করেন। কোরাণ গ্রন্থ পাঠে একেশ্বরবাদের ভাব তাহার অন্তরে প্রবলভাবে প্রবিষ্ট হইল । পাটনা হইতে দ্বাদশ বৎসর বয়সে তিনি কাশীধামে গমন করিলেন । স্বাভাবিক প্রতিভাবলে অতি অল্প সময়ের মধ্যে কাশীতে তিনি বেদাদি শাস্ত্র অধ্যয়ন করিলেন । রামমোহন রায় ইংলণ্ডে বাসকালে তাহার জনৈক ইংরাজ
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।