Xbo ত্রিসন্ধি । গভীরতম—প্রদেশে নিমগ্ন হইলেন, ততই প্রাচীন ঋষিগণের ব্ৰহ্মজ্ঞানের মাহাত্ম্য দর্শনে তিনি আনন্দে উচ্ছসিত হইলেন। পাঠে রামমোহন এরূপ অনুরাগী ছিলেন যে, প্রাতঃকালে অধ্যয়নে উপবেশন করিলে অনেক সময় দ্বিপ্রহর অতীত হইয়া যাইত, তিনি জানিতেই পারিতেন না। র্তাহার মাত৷ ফুলঠাকুরাণী ভিন্ন পাঠাগারে তাহার তপোবিঘ্ন করিতে অপর কেহই সাহসী হইতেন না । দ্বীবিংশ বৎসর বয়ঃক্রমকালে রামমোহন রায় ইংরাজী ভাষা শিক্ষা করিতে আরম্ভ করেন। কিন্তু তাদৃশ মনোযোগ পূর্বক ঐ ভাষা তিনি অধ্যয়ন করেন নাই, তজ্জন্য বিশেষ অগ্রসর হইতেও সমর্থ হইলেন না। রংপুরের কালেক্টর ডিগবি সাহেবের অধীনে ইহার পাঁচ কিংবা ছয় বৎসর পরে তিনি কেরাণীগিরি কৰ্ম্মে নিযুক্ত হয়েন । র্তাহার প্রতি সাহেব শ্রদ্ধাবান হইয়া শীঘ্রই তাহাকে দেওয়ানি পদে অধিষ্ঠিত করিয়া দিলেন। ডিগৃবি সাহেবের সহিত রামমোহন রায়ের সবিশেষ বন্ধুতা হইল। এই সময়ে ইংরাজি ভাষায় তিনি অধিকার লাভ করিলেন এবং ডিগৃবি সাহেবের সম্পাদকতায় ইংরাজীতে বেদান্ত সূত্রের ভান্য ও কেনোপনিষদ অনুবাদ করিয়া প্রকাশ করিলেন। ত্রয়োদশ বর্ষকাল রামমোহন গবর্ণমেণ্টের চাকুরি করিয়াছিলেন। বুদ্ধি, সচ্চরিত্রতা, কৰ্ম্মপটুতা প্রভৃতি সদগুণের নিমিত্ত তিনি সবিশেষ উন্নতি লাভ করিয়াছিলেন এবং যথেষ্ট অর্থোপাৰ্জ্জনও করিয়াছিলেন । কিন্তু কৰ্ম্মের সঙ্গে সঙ্গে তাহার অধ্যয়নশীলতা
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।