পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসদ্ধি। * శి(t সংসারে একই ব্যক্তিতে কৰ্ম্মশীলতা ও ধৰ্ম্মানুরাগ, পাণ্ডিত্য ও ভক্তিপ্রবণতা অতি অল্প সময়েই দৃষ্ট হইয়া থাকে। রামমোহন রায়ের জীবনে আমরা মানবচরিত্রের সকল দিকের অদ্ভুত সামঞ্জস্ত দেখিতে পাই । তিনি তজ্জন্য আধুনিক ভারতবর্ষের গৌরবস্থল। কর্তব্যমিষ্ঠা | যাহা করিবার যোগ্য অথবা যাহ করা বিধেয় তাহাকেই কৰ্ত্তব্য কহে। কৰ্ত্তব্য পালন সম্বন্ধে নিষ্ঠ মানবের চরিত্রগঠনের পক্ষে একান্ত প্রয়োজন। এই নিষ্ঠার অভাবে বহু সদগুণসম্পন্ন ব্যক্তিও সংসারে পদে পদেই অকৃতার্থ ও অকৃতকাৰ্য্য হইতে বাধ্য হয়। কারণ, যাহা অবশ্যকরণীয় তাহ সম্পন্ন করিতে না পারিলে, মানব জীবনে কোন মহৎ উদ্দেশ্য সাধন করিতে কেহ সমর্থ হয় না । সে হয়ত নানা কৰ্ম্মে হস্তক্ষেপ করে, কিন্তু কৰ্ত্তব্যনিষ্ঠার অভাবে কোন কৰ্ম্মই তাহার দ্বার সুসিদ্ধ হয় না। এতদ্ব্যতীত কৰ্ত্তব্যনিষ্ঠার অভাব থাকিলে আর একটি বিশেষ ক্ষতি হয় এই যে, কৰ্ত্তব্যনিষ্ঠাবিহীন ব্যক্তি কাহারও শ্রদ্ধা বা আস্থা লাভ করে না । কেহ তাঁহাকে কোন কৰ্ম্মের ভার অপর্ণ করিতে সাহস পায় না কিংবা ভার অপর্ণ করিলে সেই কৰ্ম্মের সিদ্ধি সম্বন্ধে তাহার মন কখনই, নিশ্চিন্ত ও