পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । f VIV আবুবেকর মহোল্লাসে বেলালকে মোহম্মদের কাছে লইয়া গেলেন। হজরত মোহম্মদ তাহাকে দর্শন করিয়া কহিলেন, “আমি ভক্তমুখে আজান শুনিতে ইচ্ছা করি ; প্রত্যহ নমাজের সময়ে ইনি আমাদিগকে আহবান করিবেন ।” পৃথ্বীরাজের কথা । সুলতান মাহমুদের কথা তোমরা শুনিয়াছ। র্তাহার পরে মহম্মদ ঘোরি নামক অপর একজন মুসলমান নৃপতি ভারতবর্ষ আক্রমণ করিতে আইসেন। তৎকালে ভারতবর্ষে কনৌজের রাজা জয়চাঁদ এক প্রবল প্রতাপান্বিত রাজা ছিলেন। নৰ্ম্মদা নদীর দক্ষিণভাগ পর্য্যন্ত র্তাহার রাজ্যের সীমা ছিল। চৌহান রাজপুতদিগের অধিপতি পৃথ্বীরাজ যদি জয়চাদের প্রতিদ্বন্দ্বী না হইতেন, তাহা হইলে জয়চাঁদ স্বচ্ছন্দে সকল ক্ষুদ্র ক্ষুদ্র রাজপুতরাজ্য করায়ত্ত করিতে সমর্থ হইতেন, সন্দেহ নাই ! এই পৃথ্বীরাজের সহিত তাহার কিরূপে বিবাদ ঘটিল, তাহার কাহিনী তোমাদিগকে শুনাইব । জয়চাদ নানা রাজ্য জয় করিয়া বিজয়োল্লাসে অবশেষে অশ্বমেধ যজ্ঞ করিবেন, এইরূপ সংকল্প করিলেন। পূর্বকালে, V)