Vo ত্রিসন্ধি । মহম্মদ ঘোরি পরাভব স্বীকার করিবার মনুষ্য ছিলেন না। তিনি পুনরায় একলক্ষ ত্রিশ সহস্র সৈন্য সংগ্ৰহ করিয়া ভারতবর্ষের সীমান্তপ্রদেশ অতিক্রমপূর্বক পৃথ্বীরাজের রাজ্য আক্রমণ করিলেন। তখন পৃথ্বীরাজ যুদ্ধের জন্য কিঞ্চিম্মাত্রও প্রস্তুত হয়েন নাই । পুনরায় তিরেীরীর রণক্ষেত্রে মহাসমর ঘটিল। চিতোরের রাণা সেই যুদ্ধে নিহত হইলেন; চিতোরের ত্রয়োদশ সহস্র রাজপুত বীর সেই সমরে প্রাণত্যাগ করিল। পৃথ্বীরাজ পরাজিত হইলেন এবং দিল্লী রক্ষার্থ প্রাণপণ শক্তিতে শেষ পর্য্যন্ত যুদ্ধ করিয়া প্রাণত্যাগ করিলেন । + এতদিনে জয়চাদের মনস্কামনা পূর্ণ হইল। কিন্তু হায়, মহম্মদ ঘোরি কেবলমাত্র দিল্লীর রাজ্য জয় করিয়াই তো সস্তুষ্ট হইলেন না, তিনি কনৌজ রাজ্যও আক্রমণ ও অধিকার করিলেন । সেই যুদ্ধে, জয়চাঁদ গঙ্গার অতল গৰ্বে নিমজ্জিত হইয় তাহার জঘন্য প্রতিহিংসার সমুচিত ফল প্রাপ্ত হইলেন। ন্যায়পরতা । সত্যপরায়ণতার সহিত স্যায়পরতার ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। যথার্থ সত্যপরায়ণ ব্যক্তি কখনই অষ্যের প্রতি অবিচার বা
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।