88 ত্রিসন্ধি । ‘কই সুখ, “কোথায় সুখ বলিয়া ক্ৰন্দন করিয়া বেড়াইলে চিরকাল যাতনাই জীবনের সার ইইবে । 温 * অশোক । ভারতবর্ষের ইতিহাসে মৌর্য্যবংশ বিখ্যাত । এই বংশেই মহাবল পরাক্রমশালী নরপতি চন্দ্রগুপ্ত জন্মগ্রহণ করেন । গঙ্গার তীরবর্তী পাটলিপুত্র নগর তাহার রাজধানী ছিল। এক্ষণে সেই নগর পাটনা নামে অভিহিত হয়। তৎকালে এই স্থান প্রভূত সমৃদ্ধিশালী ও ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান ছিল । মহারাজ চন্দ্রগুপ্ত অতিশয় সমরনিপুণ ছিলেন। মহাবীর সেকেন্দারের সেনাপতি সেলিউকস্ যখন ভারত আক্রমণ করেন, তখন চন্দ্রগুপ্তের নিকট তিনি পরাভূত হইয়াছিলেন । চন্দ্রগুপ্তের মৃত্যুর পরে তদীয় পুত্র বিন্দুসার মগধের সিংহাসনে অধিরূঢ় হয়েন। এই বিন্দুসারের পুত্রের নামই অশোক । অশোক সম্বন্ধে নানা কাহিনী ইতিহাসে প্রচলিত আছে । এইরূপ শ্রত হওয়া যায় যে, তিনি অতিশয় কুরূপ ছিলেন, কিন্তু যৌবনেই তাহার বীরত্ব, বুদ্ধিমত্ত ও কাৰ্য্যকুশলতা দ্বারা তিনি সকলকে চমৎকৃত করিয়াছিলেন ।
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।