8\b ত্রিসন্ধি । রাজবেশ ও অলঙ্কারাদি অমুচরের হস্তে সমর্পণ করিয়াছিলেন সেই অনোমা নদীর কূল ; তৎপরে রাজগিরি, যেস্থানে নির্জন পৰ্ব্বতকন্দরে অনেক যোগী তপস্যা করিতেন এবং তাহাদের সহবাসে সিদ্ধার্থ কিয়ৎকাল যাপন করিয়াছিলেন,—সেই সমস্ত পুণ্যতীর্থে মহারাজ অশোক ভ্রমণ করিলেন। সেই উরুবিহু গ্রাম ও নৈরঞ্জন নদীর কূল, যেস্থানে তিনি কঠোর যোগসাধনে রত ছিলেন এবং যেস্থানে কৃচ্ছ, তপস্যাকে নিস্ফল জানিয়া তিনি সুজাতার অন্ন গ্রহণ করিয়াছিলেন ; যে বোধিদ্রুমতলে তিনি মুক্তির পথ দেখিতে পাইয়াছিলেন, বুদ্ধ গয়ার সেই বোধিদ্রুম ; যে স্থানে প্রথম ধৰ্ম্ম প্রচার করিলেন সেই কাশীর মৃগদাব বিহার ; এবং কুশী নগর, যেস্থানে তিনি মানবলীলা সংবরণ করেন—মহারাজ অশোক ঐকান্তিকী ভক্তির সহিত এই সমস্ত বৌদ্ধ তীর্থগুলিই দৰ্শন করিয়া প্রত্যেক স্থানে স্তুপাদি নিৰ্ম্মিত করাইলেন । অদ্যাপি এই সকল স্থানে তাহার কীর্তি পরিলক্ষিত হয় । তৎপরে তিনি দেশে বিদেশে বৌদ্ধধৰ্ম্ম প্রচারার্থে ভারতবর্ষের নানা স্থানে এবং ভারতবর্ষের বাহিরে নানা স্থানে দলে দলে প্রচারক প্রেরণ করিলেন। সুদূর গ্রীস, সিরিয়া, চীন প্রভৃতি দেশে অশোকের ধৰ্ম্মপ্রচারকগণ গমন করিয়াছিলেন । অশোকের পিতামহ এবং পিতা রণ-পরাক্রমের দ্বারা প্রায় ভারতবর্ষের তাবৎ দেশসমূহের অধিপতি হইয়াছিলেন। অশোক কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যাদেশ যুদ্ধের দ্বারা জয় করিয়াছিলেন।
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।