ত্রিসন্ধি । 8ዊት ধৰ্ম্মের অনুশাসন প্রচারার্থে তিনি ভারতের নানা স্থানে পৰ্ব্বতগাত্রে এবং প্রস্তরস্তস্তুে তদীয় অনুশাসন খোদিত করিয়াছিলেন । তাহারই একটি অনুশাসনে দেখিতে পাই যে, কলিঙ্গ বিজয়ের জন্য যে লোকক্ষয় হইয়াছে ও লোকনিধনের জন্য নিষ্ঠুরত প্রকটিত হইয়াছে, তজ্জন্য “দেবতাদিগের প্রিয় প্রিয়দর্শ” রাজা অশোক অনুতাপ প্রকাশ করিয়াছেন । অশোক স্বীয় নামের পূর্বে দেবতাদিগের প্রিয় প্রিয়দর্শী’ এই বিশেষণপদ সংযুক্ত করিতে ভালবাসিতেন । তাহার স্তস্ত প্রভৃতিতে বহু অনুশাসন দৃষ্ট হয়। তন্মধ্যে দুই একটি বাক্যের মৰ্ম্ম নিম্নে প্রদত্ত হইতেছে — “দেবতাদিগের প্রিয় প্রিয়দর্শী এই আদেশ প্রচার করিতেছেন। এ স্থানে পূজার্থে কিম্ব আমোদপ্রমোদের উদ্দেশ্যে কোনও প্রকার জীবহত্যা হইবেন । “দেবতাদিগের প্রিয় প্রিয়দর্শী সর্বত্রই দ্বিবিধ চিকিৎসা-পদ্ধতি স্থাপিত করিয়াছেন—মমুন্যের জন্য চিকিৎসা এবং পশুদিগের জন্য চিকিৎসা ।” % পৃথিবীতে সর্বপ্রথমে মহারাজ অশোকই নরচিকিৎসালয় এবং পশুচিকিৎসালয় স্থাপিত করেন । পশুপক্ষিগণের নিমিত্ত এরূপ বিস্তৃত দাতব্য চিকিৎসালয় অদ্যাপি কোথায়ও দৃষ্ট হয় না।
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।