● ● - ত্রিসন্ধি । পরাভবপূর্বক আগ্রার প্রাসাদ-দুর্গে প্রবেশ করিয়া তাহাকে কারাগৃহরূপে পরিণত করিলেন। তখনও সাহজাহান জীবিত। ঔরঙ্গজেব র্তাহাকে প্রাসাদে বন্দী করিয়া রাখিলেন। সেই সময় হইতে মৃত্যুকালপর্য্যন্ত ঐ প্রাসাদ-দুর্গের উপরিতলে নিজগৃহে তাজের দিকে চাহিয়া বৃদ্ধ সম্রাট জীবনধারণ করিয়াছিলেন। অদ্যাপি সেই গৃহ বিদ্যমান আছে, তাহ পূর্বেই বলিয়াছি। ইংরাজ রাজত্বের দুইটি প্রধান হিতকার্য্য । প্রকৃতি-রঞ্জনই রাজার প্রধান কৰ্ত্তব্য । ইংরাজ-রাজ বর্তমান ভারতে যে শত শত উপায়ে এই কৰ্ত্তব্য পালন করিতেছেন, বৰ্ত্তমান প্রবন্ধে আমরা তন্মধ্যে দুইটির সংক্ষিপ্ত পরিচয় প্রদান করিব । পীড়িতের শুশ্রীষা সৰ্ব্বকালে এবং সর্ববদেশে পরম হিতকর কাৰ্য্য বলিয়া স্বীকৃত হইয়া আসিতেছে । ধৰ্ম্মকৰ্ম্মের সহিতও ইহার যোগ বর্তমান। ভারতে যখন বৌদ্ধ প্রভাব বিস্তার লাভ করিয়াছিল, তখন দেশের নানা অংশে চিকিৎসালয় সুপ্রতিষ্ঠিত ছিল । তাহার পরে বৌদ্ধগণ ভারতবর্ষ হইতে তাড়িত হইলে, সেগুলিও একে একে ধ্বংসমুখে পতিত হয়।
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।