ত্রিসন্ধি । , چوك۹ সক্রেটিস তাহদের নিকট গমন করিয়া, অতি শ্রদ্ধার সহিত তাহাদের বাক্য শ্রবণ করিতেন, এবং তৎকালপ্রচলিত বহুবিধ গ্রন্থও তিনি পাঠ করিয়াছিলেন। কিন্তু তাহাতে র্তাহার জ্ঞানপিপাসা মিটিল না। তিনি স্বাধীনভাবে চিন্তা করিতে আরম্ভ করিলেন এবং সত্যান্বেষণের এক নূতন বৈজ্ঞানিক প্রণালী নিরূপণ করিলেন। কালক্রমে সক্রেটিস্ প্রকাশ্যভাবে এথিনীয় যুবকগণকে শিক্ষা ও উপদেশ দিতে প্রবৃত্ত হইলেন । র্তাহার পূর্বে এগেনস্ নগরে যে সকল শিক্ষক ও অধ্যাপক ছিলেন, র্তাহার বেতন-ভুক ছিলেন ; সুতরাং ধনীর সন্তানগণকে শিক্ষা দেওয়াই তাহদের প্রধান কাৰ্য্য ছিল । সক্রেটিস্ এইরূপ কাৰ্য্য অতি ঘৃণার সহিত পরিত্যাগ করিয়া বিনা বেতনে সর্বসাধারণকে উপদেশ প্রদান করিতে প্রবৃত্ত হইলেন । র্তাহার কোন নির্দিষ্ট শিক্ষালয় ছিল না ; কি রাজপথ, কি বাণিজ্যাগার, কি শোণ্ডিকাপণ, সক্রেটিসের সর্বত্রই গতিবিধি ছিল। এই সকল স্থানেই তিনি শিষ্যগণপরিবৃত হইয়া উপদেশ প্রদান করিতেন। তিনি যখন যেখানে গমন করিতেন, শিষ্যেরা সৰ্ব্বদাই তাহার সঙ্গে সঙ্গে যাইতেন । কিন্তু বহুলোকের শিক্ষক ও উপদেশক বলিয়া সক্রেটিসের মনে কখন জ্ঞানাভিমান স্থান পাইত না ; তিনি আপনাকে অতি হীন ও অজ্ঞ বলিয়াই জানিতেন। জ্ঞানী অথবা উপদেষ্টা বলিয়া তিনি কখনও আত্মপরিচয় দিতেন না । তিনি কিছুই জানেন না ইহাই তাহার ধারণা ছিল ; তিনি কিছুই বুঝেন না, ইহাই
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।