পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । وكان ভিনি অনায়াসে তাহ পান করিয়া মানবলীলা সম্বরণ করিলেন । ধন্ত মহাপুরুষ ! সত্যের জন্য যাহারা প্রাণত্যাগ করেন, তাহারাই প্রকৃত বীর ; তাহদের জীবন চিরদিনই দুর্বল নরনারীগণের পক্ষে আলোকস্বরূপ, তাহাদের চরিত্র সর্বত্রই পূজিত হইয়া থাকে । মক্কী যাত্রা । মুসলমানদিগের মহাতীর্থ মক্কার নাম তোমরা অবগত আছ । এই তীর্থেই ইসলাম ধৰ্ম্মের প্রবর্তক হজরত মোহম্মদ জন্মগ্রহণ করেন। এই স্থানেই তিনি ইসলাম ধৰ্ম্ম প্রচার করেন । হজরত মোহম্মদ তাহার শিষ্যদিগকে শারীরিক শক্তি ও প্রয়োজনীয় অর্থ থাকিলে, জীবনে অন্ততঃ একবার এই পুণ্য ভূমি মক্কার মন্দিরে আসিয়া তীর্থ করিয়া যাইতে আদেশ করিয়াছেন। সুতরাং মুসলমানদিগের নিকট এই স্থান পরম পবিত্র। মুসলমানদিগের তীর্থযাত্রার নাম হজ এবং র্যাহার এই তীর্থ দর্শন করিয়াছেন, তাহাদিগকে হাজী কহে। প্রতি বৎসর পৃথিবীর প্রায় সমুদয় দেশ হইতে লক্ষ লক্ষ ব্যক্তি এই স্থানে হজ করিতে একত্রিত হয়েন। স্বতরাং এই স্থানের কথা শুনিতে হিন্দু-মুসলমান কাহার না ইচ্ছা হয় ?