ত্রিসন্ধি । \به وی আমরা তোমাদিগকে একজন হাজীর নিজের মুখের বিবরণ শুনাইব । “আমরা বম্বাই হইতে অর্ণবপোতে আরোহণ করিলাম। ভারতবর্ষের মুসলমানদিগকে বস্থাই বন্দরে অর্ণবপোতে আরোহণ করিতে হয়। বম্বাই ভারতবর্ষের পশ্চিমে অবস্থিত একটি প্রসিদ্ধ বন্দর। ইহা বাস্তবিক পক্ষে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমষ্টি ; কিন্তু এরূপভাবে দ্বীপগুলি পরস্পরের সঙ্গে সংযুক্ত যে, সকলগুলিকে একটা দ্বীপ বলিয়াপবোধ হয়। সমুদ্র ইহার ভিতরে অৰ্দ্ধচন্দ্রাকারে প্রবিষ্ট হইয়াছে । তাহার চতুর্দিকেই ভূমি। সেই কারণেই ইহা এরূপ রমণীয়। বম্বাই নগরে মুসলমান যাত্রিদের অবস্থানের জন্য কতিপয় পান্থশালা আছে । আমি তাহার একটতে আশ্রয় গ্রহণ করিলাম। পরদিন অর্ণবপোতে আরোহণ করিলাম। ঐ পোত তীর হইতে সমুদ্রের ভিতরে কিয়দূরে দণ্ডায়মান থাকে। নৌকায় করিয়া তথায় যাইতে হয়। পোত যখন ছাড়িল, তখন দেখিতে দেখিতে স্থলের শেষ সীমা বিলুপ্ত হইল। আরব সাগরের মধ্য দিয়া পশ্চিমাভিমুখে আমরা চলিলাম। অষ্টম দিবস অতিক্রান্ত হইলে অর্ণবপোত এডেনে পৌছিল । এডেন ইংরাজদিগের দ্বারা অধিকৃত । লোহিত সাগর ও আরব সাগরের প্রায় সঙ্গমস্থলে শুষ্ক ও দগ্ধ পৰ্ব্বতের উপরে ইংরাজের একটি সুদৃঢ় দুর্গ নিৰ্ম্মাণ করিয়াছেন। এস্থানে প্রায় সকল অর্ণবপোতই গতিরোধপূর্বক কিয়ৎকাল অবস্থিত থাকে, এবং কয়লা সংগ্ৰহ করিয়া পুনরায় চলিতে থাকে। ইহারই উত্তরে
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।