পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । فراوان লোহিত সমুদ্র। লোহিত সমুদ্রের জল রক্তবর্ণ নহে, অন্যান্য সমুদ্রের জলেরই ন্যায় নীলবর্ণ। কিন্তু ইহার ভিতরে প্রবিষ্ট হইলে কি ভীষণ গ্রীষ্মতাপ অনুভূত হয় । ইহার উভয় তীরে মরুভূমি বিদ্যমান। একদিকে আফ্রিকার মরুভূমি, অন্যদিকে আরবের মরুভূমি। উভয় দিক হইতে যখন তপ্ত বায়ু বহিতে থাকে, তখন অভ্যন্ত.ক্লেশ বোধ হয়। এ সমুদ্রে প্রায়ই তরঙ্গ দৃষ্ট হয় না । মধ্যে মধ্যে জল স্রোতহীন হইয়া যাওয়ায় নিম্নদেশ হইতে নানা শৈবাল প্রভৃতি পদার্থ রাশীকৃত হইয়া জলকে মলিন করিয়াছে। সমুদ্রের মধ্যে উভয় পাশ্বে শুষ্ক অনুর্বর্বর দগ্ধ শৈল দৃষ্ট হয়। মধ্যে মধ্যে দ্বীপও দৃষ্ট হয়। এডেনের পরে লোহিত সাগরে আমাদিগের অর্ণবপোতের বিশ্রাম করিবার দ্বিতীয় ষ্টেসন কামারান নামক একটি ক্ষুদ্র দ্বীপ আছে। কামারান পরিত্যাগ করিয়া দুই দিবস পরে আমাদিগের পোত জেডডায় গিয়া উপস্থিত হইল । মক্কাযাত্রী মুসলমানেরা এই বন্দরে অর্ণবপোত হইতে অবতরণ করেন। বম্বাইয়ের ন্যায়, ঐ অর্ণবপোত তীরভূমি হইতে সমুদ্রের মধ্যে কিয়দূরে দণ্ডায়মান থাকে । অর্ণবপোত জেডার উপকূলে উপস্থিত হইবামাত্র, তীর হইতে ক্ষুদ্র ক্ষুদ্র তরণী আসিয়া উহাকে বেষ্টন করিল। শত শত নাবিক রজ্জ্বর সাহায্যে অর্ণবপোতের উপর উঠিয়া আসিল। তাহাদের ইচ্ছা যাত্রিগণকে তৎক্ষণাৎ নামাইয়া লইয়া যায়। আরবীয় নাবিকগণ প্রায়ই চোৰ্য্যে বিলক্ষণ পারদর্শী। সুতরাং কেহই সে রাত্রে যাত্রিদিগকে অবতরণ করিতে পরামর্শ দিল না । 鄭