পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । W2& মক্কানগর জেডার প্রায় ৬৩ মাইল পূর্বে অবস্থিত । উষ্ট্র ভিন্ন আরব দেশের মরুভূমিতে অন্য যানবাহন নাই। আমার জন্য একটা উঃ আসিল। উষ্ট্রের পৃষ্ঠে আরোহণ পূর্বক আমরা মক্কার দিকে অগ্রসর হইলাম। মরুভূমির মধ্য দিয়া আমরা চলিলাম। মধ্যে মধ্যে এক একবার ক্ষুদ্র ক্ষুদ্র বালুকাময় পর্বত চক্ষুর সম্মুখে উদিত হয়। কিয়দূর অগ্রসর হইলেই সমতল ভূমি লক্ষিত হয় । জেডড হইতে ১৮ মাইল দূরে বিশ্রাম করিবার স্থান । ১৮ মাইল চলিতে সমস্ত দিন শেষ হইয়া গেল । সন্ধ্যাকালে সেদিনকার মত যাত্র বন্ধ রহিল। বিশাল বালুকাময় মরুমধ্যে খজুরের ক্ষুদ্র ক্ষুদ্র শাখা ভূমিতে শ্রেণীবদ্ধ রূপে প্রোথিত করিয়া কয়েকটি চতুষ্কোণ ভূমিখণ্ড সীমাবদ্ধ করিয়া লওয়া হইয়াছে । সেইগুলির নামই পান্থশালা । উপরে নক্ষত্রপরিশোভিত স্বচ্ছ আরবীয় আকাশ, আর নিম্নে সেই অবিচ্ছিন্ন অনাবৃত বালুকাস্তর। এক একটি চতুষ্কোণ ভূমি এক এক দল প্রহরীর অধীনে রক্ষিত। অবরোধের ভিতর প্রবিষ্ট হইলে আর কাহারও বাহির হইবার উপায় নাই। গণ্ডীর বাহিরে পদক্ষেপ করিলেই সৰ্ব্বনাশ । বদগণ লুণ্ঠন করিয়া লইবে । তাহারা আরব দত্যু। পথক্লিষ্ট যাত্রিগণ কোন ক্রমে ভয়ে ভয়ে রাত্রি যাপন করিলেন ; রাত্রি প্রভাত হইলে পুনরায় যাত্রা আরব্ধ হইল । o যাহা হউক পরদিন আমরা মক্কায় পৌছিলাম। আরফাৎ