পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । ԳՖ নগরে ধাৰ্ম্মিক যাত্ৰিগণের পরিদর্শনীয় অনেকগুলি স্থান আছে । তাহার মধ্যে মুসলমানদিগের কাবা নামক পরম পবিত্র স্থানই সৰ্ব্বপ্রথমে উল্লেখযোগ্য । এই স্থানে সংগ-আসওয়াদ নামক একটি কৃষ্ণশিলা আছে। যাত্রিগণ উহাকে চুম্বন বা স্পর্শ করেন এবং কাবার চতুদিকে পরিক্রমণ করেন । আমি অতি কষ্টে ভিড় ঠেলিয়া এই কৃষ্ণশিলা স্পর্শ করিলাম এবং চুম্বন করিয়া কৃতার্থ হইলাম । কত বিশ্বাসী ব্যক্তির ভক্তির আশ্র ইহার উপর পতিত হইয়াছে--কত পবিত্র স্মৃতি বহন করিয়া ইহা মুসলমানদের প্রাণে আনন্দধারা বর্ষণ করে। মক্কার মসজিদ ও কাবা ব্যতিরেকে জমজম নামক একটি কূপ আছে, তাহার জল অতি পবিত্র। বলা বাহুল্য, আমি এ জলে স্নান করিলাম এবং পথের সমুদয় ক্লেশ বিস্মৃত হইলাম—আমার শরীর শীতল হইল । মক্কা দর্শন সমাপ্ত হইলে যাত্রিগণ অনেকে মদিনা দর্শন করিতে গিয়া থাকেন। এইক্ষণে মদিন হইতে মক্কায় রেল হইয়াছে। মদিনা হজরত মহম্মদের পবিত্র সমাধিস্থান ।” পৃথিবীতে শ্বেতাঙ্গজাতির বিস্তার। ইংরাজ-সাম্রাজ্যে সূৰ্য্য কখনও অস্তমিত হয় না, এই প্রবাদবচন কাহারও অবিদিত নাই। পৃথিবীর মানচিত্রের প্রতি দৃষ্টিপাত করিলে এসিয়া, আফ্রিকা, অষ্ট্রেলিয়া, পলিনেসিয়া ও