পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

속 8 ত্রিসদ্ধি । বাস করা অসন্তব—মনুষ্যের সম্বন্ধে কদাপি এই কথা প্রযোজ্য নহে । 嘯 শ্বেতাঙ্গ জাতি এই কথাটি নিঃসংশয়রূপে প্রমাণিত করিয়াছে। অধুনা ভূমণ্ডলে এরূপ কোন দেশের নাম করা যায় না, যে দেশে শ্বেতাঙ্গ জাতি বাস করিতেছে না । ইহাদিগের অসামান্য বীরত্ব, কষ্টসহিষ্ণুতা, সর্বপ্রকারের প্রতিকূল অবস্থাকে আপনার বশীভূত করিবার অদম্য উৎসাহ, জগতের মধ্যে ইহাদিগকে শ্রেষ্ঠ জাতি করিয়াছে। অবশ্য শ্বেতাঙ্গ জাতি বলিতে এক্ষণে ইউরোপীয় জাতিগুলিকেই বুঝাইয়া থাকে। পৃথিবীর ইতিহাসে, যে জাতি যখন সুসভ্য হইয়া চতুর্দিকস্থ অন্যান্য জাতিবর্গকে সর্বববিষয়ে বহুগুণে অতিক্রম করিয়াছে, সেই জাতিই তখন এক একবার দিগ্বিজয়ে বাহির হইয়াছে, এইরূপ দেখা যায়। প্রাচীন মিসরজাতি একসময়ে এইরূপ বাহির হইয়াছিল । মহাবীর আলেকজান্দার গ্রীক জাতিকে এক সময়ে এসিয়ার পূর্বপ্রান্ত ভারতবর্ষ পৰ্য্যন্ত পৌছাইয়া দিয়া গিয়াছিলেন। মুসলমানগণ এক সময়ে আরব মরুভূমি হইতে বহির্গত হইয়া একদিকে মৃদুর স্পেন, অন্যদিকে ভারতবর্ষ পৰ্য্যন্ত, আপনাদিগের বিজয়পতাকা সৰ্ববত্র উডডীন করিয়াছিল। কিন্তু শ্বেতাঙ্গ জাতির বিস্তারের স্যায় এরূপ জগদ্ব্যাপী বিস্তার কুত্রাপি কোনকালেই দৃষ্ট হয় নাই। পঞ্চদশ শতাব্দীতে কি দুৰ্দ্দমনীয় আবেগে স্পেন হইতে, পর্তুগাল হইতে, হল্যাণ্ড হইতে, ইংলণ্ড হইতে, দলে দলে নাবিকগণ পথচিহ্নহীন অকূল সমুদ্রে তরণী