ত্রিসন্ধি । ዓ6: ভাসাইয়া পৃথিবীর সর্বস্থান আবিষ্কার করিবার আশায় বহির্গত হইয়াছিল, তাহাদিগের সেই আশ্চর্য্য সাহসের কি কোথায়ও তুলনা আছে ? মহাত্মা কলম্বস আমেরিকা আবিষ্কার করিলেন ; ম্যাগেলন, দক্ষিণ আমেরিকা প্রদক্ষিণপূর্বক প্রশান্তমহাসাগরে প্রাণত্যাগ করিলেন ; ভ্যাস্কোডিগামা, আফ্রিকা প্রদক্ষিণ করিয়া ভারতবর্ষে পৌঁছিলেন ; ইংরাজ-নাবিক ড়েক, সমস্ত পৃথিবী পরিভ্রমণ করিয়া আসিলেন ; এবং ট্যাস্ম্যান, নিউজিল্যাণ্ড আবিষ্কার করিলেন। এই পৃথিবী আবিষ্কারের জন্য কত প্রাণই অতল-সমুদ্র-গর্ভে বিনষ্ট হইয়াছে, কত দুঃসহ ক্লেশ মনুষ্যকে সহ করিতে হইয়াছে। ইহার ইতিহাস কি আশ্চৰ্য্য ! সেইজন্য এক্ষণে পৃথিবীর মানচিত্রের দিকে দৃষ্টিপাত কর, দেখিবে সর্ববত্রই শ্বেতকায় জাতিগণ উপনিবেশ ও সাম্রাজ্য স্থাপন করিয়া পৃথিবীর সকল স্থানকে আপনার করিয়া লইয়াছেন। প্রথমতঃ এসিয়া মহাদেশে, ভারতবর্ষে, ইংরাজ জনসংখ্যা এক লক্ষের উপর হইবে না ; কিন্তু ভারতবর্ষের জলবায়ু শীতপ্রধান দেশবাসিগণের পক্ষে যে কি ভয়ঙ্কর, তাহা বিবেচনা করিলে এই এক লক্ষ জনসংখ্যাই বিস্ময়কর বলিয়া প্রতীয়মান হইবে । রুশগণ যুরাল পর্বত হইতে প্রশান্ত মহাসমুদ্রের প্রান্তদেশ পৰ্য্যন্ত সমগ্র উত্তর এসিয়া অধিকার করিয়াছে, দক্ষিণে পারস্য ও আফগানিস্থানের উত্তরে সকল দেশই তাহীদের শাসনাধীন । সাইবিরিয়া প্রায় জনশূন্ত, তথাপি লক্ষাধিক রুশ প্রতিবৎসর তথায় প্রবেশ করে ।
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।