ԳԵ» ত্রিসন্ধি । অধুনা একটিও অবশিষ্ট নাই। ব্রাজিল, পর্তুগিজগণের অধিকারে ছিল ; বৎসরে বৎসরে স্বর্ণ হীরক প্রভৃতি বহুমূল্য ধাতু ব্রাজিল হইতে পোতপূর্ণ করিয়া পর্তুগিজগণ স্বদেশে লইয়া যাইত। এক্ষণে তাহাও স্বাধীন হইয়াছে । নদী ও তাহার কার্য্য। বৃষ্ট্রি পতনের কালে তোমরা অনেকেই নিজ গ্রামে বা সহরে পথপাশ্বে দণ্ডায়মান হইয়৷ জলধারাগুলিকে কোন নিম্ন স্থানে মিলিত হইতে দেখিয়াছ । সামান্ত্যমাত্র লক্ষ্য করিয়া দেখিলে দেখিতে পাইবে, ভূমি যেদিকে অপেক্ষাকৃত নিম্নাভিমুখী, জলধারাগুলি সেই দিকেই মিলিত হইয়া প্রবাহিত হইতেছে । ক্রমে হয়ত কোন নর্দামায় বা খালে সেই জল গিয়া পড়িবে। নদীও এইরূপেই গঠিত হয়। পর্বর্বতে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির কতকাংশ পর্বতগাত্রের ঢালু দিয়া বহিয়া যায় ; অবশিষ্টাংশ পর্বতের ভিতর হইতে নানা ক্ষুদ্র ক্ষুদ্র ঝরণার আকারে নিম্নে বহির্গত হয়। অনেক সময় তুষার বিগলিত হইয়াও জলধারা প্রবাহিত হইতে থাকে। উপর হইতে বেগে নিম্নে অবতরণ করে বলিয়া সেই ধারাগুলির স্রোত যথেষ্ট প্রবল হয়। . পর্বতের
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।