পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ভয়ঙ্কর চীৎকার করিয়া ধাড়ী-খোক্কোশ বলিল,— “হাউ মাউ খাঁউরে, মনুষ্যের গন্ধ পাঁউরে! কেরা তোরা, এদিকে আসিস?”

 মশা, চীৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন,— “তুই কে?”

 খোক্কোশ বলিল,— “আমি আবার কে! আমি খোক্কোশ!”

 মশা বলিলেন,— “আমরা আবার কে! আমরা ঘোক্কোশ।”

 এই উত্তর শুনিয়া খোক্কোশের ভয় হইল। খোক্কোশ বলিল,— “বাপ রে! তবে তো তোরা কম নয়? ক, খ, গ, ঘ, আমি খ-য়ে তোরা ঘ-য়ে, আমার চেয়ে তোরা দুই পৈঠা উঁচু! আচ্ছা, কেমন তোরা ঘোক্কোশ, একবার কাস দেখি, শুনি?”

 মশা তখন সেই ঢাকটি ঢং-চং করিয়া বাজাইলেন। সেই শব্দ শুনিয়া খোক্কোশ বলিল,— “ওরে বাপ রে! তোদের কাসির কি শব্দ! শুনলে ভয় হয়, কানে তালা লাগে! তোরা ঘোক্কোশ বটে!”

 খোক্কোশ। কিন্তু সন্দিগ্ধচিত্ত। এরূপ অকাট্য প্রমাণ পাইয়াও তবু তাহার মনে সম্পূর্ণ বিশ্বাস হইল না। তাই সে পুনরায় জিজ্ঞাসা করিল,— “আচ্ছা তোরা কেমন ঘোক্কোশ, তোদের

১১২
ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ