পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"ভগবান যদি দিন দেন, তাহা হইলে আপনাকে শীঘই পত্র লিখিব। মহাশয়ের নাম ও ঠিকানা আমি আমার পুস্তকে লিখিয়া লইতেছি।” আমি বলিলাম,-“আমার নাম যাদবচন্দ্র চক্ৰবৰ্ত্তীৰ্ণ । লোকে আমাকে যাদব ডাক্তার বলিয়া জানে।” ব্ৰহ্মদেশে যে স্থানে আমি কৰ্ম্ম করিতাম, সেই ঠিকানা আমি বাবুকে বলিলাম। বাবু আপনার পুস্তকে তাহা লিখিয়া লইল । এইরূপে কুসী ও বাবুর নিকট বিদায় লইয়া আমি চলিয়া আসিলাম। বাঙ্গালা ১৩০২ সালের পূজার সময় কাশীতে কুসী ও বাবুর সহিত আমার সাক্ষাৎ হয়। দ্বিতীয় ভাগ প্ৰথম পরিচ্ছেদ সেইদিন আমি কলকাতায় এভাগমন করিলাম গুর্খার পর দুটি যুৱাইলে আমি পুনরায় ব্ৰহ্মদেশে যাইলাম। প্রথম প্রথম কুসী ও ব্যকুঠি”সৰ্ব্বদাই মনে হইত। বাবু আমাকে চিঠি লিখিবে বলিয়াছিল। কিন্তু তাহার নিকট হুইড্‌পিেচঠিপত্র কিছুই পাইলাম না। তাহার নাম-ধামঠিকানা আমাকে বলে নাই। আমি যে ক্টোর্ন অনুসন্ধান করিব, সে উপায়ও ছিল না; সুতরাং যতদিন গত হইতে লাগিল, ততই তাঁহাঁরা আমার স্মৃতিপথ হইতে অন্তৰ্হিত হইতে লাগিল। অবশেষে আমি তাহাদিগকে ভুলিয়া যাইলাম। কুসী ও বাবু বলিয়া পৃথিবীতে যে কেহ আছে, তাহা আর আমার মনে বড় হইত না । দুই বৎসর কাটিয়া গেল । ১৩০৩ সালে আমি সরকারী কৰ্ম্ম পরিত্যাগ করিলাম। পেনসন লইয়া কিছুদিন দেশে আসিয়া স্বগ্রামে বাস করিলাম। কিন্তু চিরকাল বিদেশে থাকা অভ্যাস; চুপ করিয়া দেশে বসিয়া থাকা আমার ভাল লাগিল না। তাহার পর ম্যালেরিয়াজুরের উপদ্ৰবেও বিলক্ষণ উৎপীড়িত হইলাম। সেজন্য ১৩০৪ সালের শীতকালে আমি বায়ু পরিবর্তন ও উত্তরপশ্চিম অঞ্চলের নানা স্থান দর্শন করিবার নিমিত্ত ঘর হইতে বাহির হইলাম। এলাহাবাদ, উপস্থিত হইলাম। লাহােরে আসিয়া খাইবার প্রভৃতি সীমান্তের গিরিসঙ্কট দেখিতে আমার বড়ই সাধ হইল। কিন্তু দুরন্ত পাঠানদিগের গল্প শুনিয়া সে বাসনা আমাকে পরিত্যাগ করিতে হইল। গ্ৰীষ্মকাল পড়িলেই কাশীর যাইব । এইরূপ মানস করিলাম। চৈত্র মাসের প্রথমে একদিন আমি লাহােরের পথে বেড়াইতেছি, এমন সময় রসময়বাবুর সহিত আমার সাক্ষাৎ হইল। অনেকদিন ব্ৰহ্মদেশে আমরা একসঙ্গে একস্থানে ছিলাম। তাঁহার সহিত আমার বিশেষ বন্ধুতা ছিল না, কারণ, তাঁহার প্রকৃতি একরূপ, আমার প্রকৃতি অনুরূপ। তবে বিদেশে একসঙ্গে অল্পসংখ্যক বাঙ্গালী থাকিলে পরস্পর অনেকটা ঘনিষ্ঠত হয়। ব্ৰহ্মদেশে 6o7*7”* sig oriż35 g35 KG! ay www.amarboi.com My RRG?