পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাতিখানি, এই—এই এই এমনি করিয়া ট্যাকে স্ট্রজিয়া রাখিতে হয়। যাঁতিখানি ট্যাকে পুঁজিয়া না রাখিলে বরের অকল্যাণ হয় ।” কি করিয়া র্যাতিখানি ট্যাকে গুজিয়া রাখিতে হয়, বর আমাকে দেখাইলেন। আমি দেখিলাম বরযাত্ৰিগণ সকলেই চুপে চুপে হাসিতেছিলেন। বর পুনরায় আমাকে সম্বোধন করিয়া বলিলেন, —“মহাশয়! যাতিখানি ফিরাইয়া দিতে আপনি রসিককে বলুন। এ সময় কিছু লোহার দ্রব্য শরীরে না। রাখিলে ভূতে পায়।” একজন বরযাত্রী আস্তে আস্তে বলিলেন,— “ভুত,—আপনার চেহারা দেখিলে ভয়ে পলাইবে না?” আমি আর কি বলিব, লজ্জায় ঘূণায় আমি সে স্থান হইতে চলিয়া আসিলাম। মনে মনে কহিলাম,- “হায় হায়! কুসীর কপালে কি এই ছিল।” অষ্টম পরিচ্ছেদ মাসীর খেদ সন্ধ্যার পর রসময়বাবু বরযাত্রীদিগের বাসায় /হবু জামাইবাবুকে সঙ্গে লইয়া তাঁহার নিজের বাটীতে গমন করিলেন। তাঁহাকে বাটীর পৃষ্ঠােঠর লইয়া অতি সমাদরের সহিত জলখাবার খাইতে দিলেন। জলযোগ করিয়া দিগম্বরূৰ্ব্বাস্ত্র বৈঠকখানায় আসিয়া বসিলেন । সেই সময় আমিও সে স্থানে গিয়া উপস্থিত হইলামাওঁবৈঠকখানার ভিতর অন্তঃপুরের দিকে দ্বারের নিকট আমি গিয়া দণ্ডায়মান হইয়াছি, এমন সময় বাড়ীর ভিতর হইতে অল্প অল্প ক্ৰন্দনের শব্দ আমার কৰ্ণ কুহরে প্রবেশ করিল। রসময়বাবুর সংসারে অভিভাবকস্বরূপ সেই যে বয়স্ক স্ত্রীলোকটি আছেন, তিনিই কাঁদিতেছিলেন। কাদিয়া কাদিয়া তিনি বলিতেছিলেন,- “হতভাগি! কেন যে এত রূপ লইয়া জগতে আসিয়াছিস! তোকে ছয়দিনের রাখিয়া তোর মা আঁতুড়ঘরে মরিয়া গেল। সেই দিন হইতে তোকে আমি প্রতিপালন করিলাম । তোর বাপ তোকে ফেলিয়া চলিয়া গেল। নিজে না খাইয়া তোকে আমি মানুষ করিলাম। এবার যা তোর কপালে ছিল, তা হইল। তোর জন্য ধৰ্ম্ম-কৰ্ম্ম সব জলাঞ্জলি দিলাম। কত মিথ্যাকথা বলিলাম। তোর সুখের জন্য আমি ইহকাল-পরকাল সব নষ্ট করিলাম, শেষে একটা বুড়ে চাঁড়ালের হাতে পড়িবি বলিয়া কি, আমি এইসব করিলাম? ছিঃ! ছিঃ, কি তাের অদৃষ্ট!” দিগম্বরবাবু একথা শুনিতে পাইলেন কি না, তাহা আমি বলিতে পারি না। বোধ হয়, তিনি শুনিতে পান নাই; কারণ সেই সময় তিনি রসময়বাবু প্ৰভৃতির সহিত কথোপকথন করিতেছিলেন। আমি নিজেও সকল কথা শুনিতে পাই নাই; কেবল গুটিকতক কথা আমার কানে প্রবেশ করিয়াছিল। কিন্তু তাহাতেই আমি বুঝিলাম যে, এই স্ত্রীলোক রসময়বাবুর ভগ্ৰী নহেন, ইনি তাঁহার সেই আত্মীয়ের স্ত্রী,-যিনি কুসীকে প্রতিপালন করিয়াছিলেন। ফল কথা, ইনি আর কেহ নহেন, ইনি কুসীর মাসী,-যাহার কথা কাশীতে আমি শুনিয়াছিলাম। কাশীতে যখন আমি খবর দিতে ইচ্ছা করি, তখন কুসী ও “বাবু” আমাকে বলিয়াছিল যে, মেসো

    • firls six g3 881 - www.amarboicom a SS