পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাশয় ও মাসী ভিন্ন সংসারে কুসীর আর কেহ নাই; তাহারাই “বাবু’র সহিত কুসীর বিবাহ দিয়াছিলেন। সেই সময় আরও শুনিয়াছিলাম যে, কুসীর মেসো মহাশয় পীড়িত ছিলেন। রসময়বাবুও সেদিন এই কথা বলিয়াছিলেন। কুসীর প্রতিপালকদিগকে তিনি কেবল আমার “আত্মীয়” এই বলিয়া উল্লেখ করিয়াছিলেন। এখন আমি বুঝিলাম যে, সেই “আত্মীয়” তাহার ভায়রাভাই ও প্ৰথম পক্ষের শালী ব্যতীত অন্য কেহ নহে। বিবাহের দিন বৈকালবেলা রসময়বাবু আমাকে বলিলেন যে,- “কুসুম আজ সমস্ত দিন বিছানায় পড়িয়া আছে, কিছুতেই উঠিতেছে না। একরতি দুধ পৰ্যন্ত আজ তাহার উদরে যায় নাই। ক্রমাগত বলিতেছে যে, এসব উদ্যোগ বৃথা, বিবাহের পূর্বেই সে মরিয়া যাইবে। আপনি পূৰ্ব্বে বলিয়াছিলেন যে, তাহার আকার ঠিক মৃত লোকের ন্যায়। কিন্তু আজ একবার দেখিবেন চলুন। সত্য সত্যই সে মরিয়া যাইবে না কি?” রসময়বাবুর সহিত আমি বাটীর ভিতরে যাইলাম! কুসী বিছানায় পড়িয়া আছে। কিন্তু তাহার চক্ষে জল নাই। মুখ পূৰ্ব্বেই বিবৰ্ণ ছিল, আজ আরও হইয়াছে। আমাকে দেখিয়া সে চক্ষু মুদ্রিত করিল। তখন তাহাকে আরও শবের ন্যায় দেখাইতে লাগিল। কুসীকে বিছানা হইতে উঠিতে আমি বারবার অনুরোধ করিলাম। তাহার পিতার সাক্ষাতেই আমি তাহাকে বলিলাম,- “কুসুম! আমি ডাক্তার!! বুড়ো মানুষ! আমার এখন কাশীবাস হইলেই হয়। কাশী জানি তো? সেই কাশীতে গিয়া থাকিলেই হয়। তোমার মনে যদি কোন কথা থাকে তো চুপিচুপি মামূল্কে বল। আমি সত্য করিয়া বলতেছি। যে, নিশ্চয় তােমার আমি ভাল করিব, তোমার মৃত্যু আমার একটি পাতানো কন্যা ছিল। টুর্থসৰ্ব্বস্বন্তি হইতে প্ৰস্তুত আছি। কুসুম, মা! যদি তোমার মনে কোন কথা থাকে, তাহা হইলে আমাকে গোপনে বল। তোমার পিতাকে কিন্তু এই ঘটনার প্রকৃত অর্থাকিস্তােহা আমি জানিতে না পাবিলে, কি করিয়া আমি প্রতিবন্ধকতা করি? আমার প্রতি কুসীর বিশ্বাস হইবে, নিৰ্ভয়ে সে আমাকে মনের কথা বলিতে সাহস করিবে, সেই জন্য আমি “কাশী” শব্দ কয়বার উচ্চারণ করিলাম। সেই জন্য পাতানো মেয়ের কথা উল্লেখ করিলাম। কিন্তু কুসী চক্ষু উনীলিত করিল না, একটি কথাও বলিল না, চক্ষু মুদ্রত করিয়া ঠিক যেন মৃত লোকের মত পড়িয়া রহিল। আমি কুসীর হাত দেখিলাম, নাড়ী অতি দুৰ্ব্বল বটে, কিন্তু তাহাতে কোনরূপ রোগের চিহ্ন অথবা আশু মৃত্যুলক্ষণ কিছুই দেখিতে পাইলাম না। বাহিরে আসিয়া রসময়বাবুকে বলিলাম যে,- “আপনার কন্যার যেরূপ নাড়ী আমি দেখিলাম, তাহাতে মৃত্যু হইবার কোন ভয় নাই।” SAVO দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicomo