পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাজ করিয়াছ, তাহার উপযুক্ত দণ্ড কিছু হয় নাই। দিগম্বরবাবু কুসীকে বিবাহ করিয়া লইয়া যাইতেন, তাহা হইলে ঠিক হইত। আগে যদি জানিতাম যে, তুমি এই কীৰ্ত্তি করিয়াছ, তাহা হইলে আমি নিজেই উদ্যোগী হইয়া তাহার সহিত কুসীর বিবাহ দিতাম। যাই হউক, এখন কুসী ভাল হইলে হয়। তাহার শরীরের যেরূপ অবস্থা, তাহাতে আমার বড়ই ভয় আছে।” হীরালাল উত্তর করিল,— “কুসীর নিমিত্ত আর চিন্তা নাই। আজ যদি তাহাকে দেখিতেন, তাহা হইলে এ কথা। আপনি বলিতেন না। দাঁড়ান!! আমি তাহাকে আপনার নিকট আনিতেছি।” এই কথা বলিয়া “বাবু” দৌড়িয়া বাটীর ভিতর গমন করিল। সে সময় রসময়বাবু বাটীতে ছিলেন না। অল্পক্ষিণ পরেই কুসীকে লইয়া “বাবু” বৈঠকখানায় প্রত্যাগমন করিল। কুসী কিছুতেই আসিবে না, “বাবু”ও কিছুতেই ছাড়িবে না। কুসীকে সে টানিয়া আনিতে লাগিল। কুসী বৈঠকখানার দ্বারটি ধরিল। সেই দ্বার ছাড়াইতে বাবুকে বল প্ৰকাশ করিতে হইল। তাহাতেই আমি বুঝিলাম যে, কুসীর জন্য আর কোন ভাবনা নাই বটে। যে লোকের শরীর কালো অসাড়, অবশ, মৃতপ্রায় হইয়াছিল, আজ সে সবলে দ্বার ধরিতে পারিল। এই একদিনেই কুসীর মুখশ্ৰী অনেক পরিবৰ্ত্তিত হইয়াছিল। কুসীর চক্ষুৰ্দ্ধয়ে পুনরায় জ্যোতির সঞ্চার হইয়াছিল। বৈঠকখানায় আসিয়া কুসী। আমার পশ্চাদিকে লুক্কায়িত হইল। আমি কুসীর হাতটি ধরিয়া একটু হাসিলাম; ঘােড় হেঁট করিয়া কুসীও একটু হাসিল। সেই কাশীর হাসি! হীরালালকে আমি জিজ্ঞাসা করিলাম,- “বাবু! সে লোচন ঘোষ কে?” বাবু উত্তর করিল,- “লোচন ঘোষা! সে আবার কে? আমি বললাম, " "সেই যে, কুসীর মাসীকে পর্তুষ্টিয়াছিল?” বাবু হাসিয়া বলিল,— ঐলৈাচনী ঘৈন্টাির্নং কলকাতায় যাহার রসদ, বিল, দরখাস্ত প্রভৃতি লিখিয়া জীবিকানিৰ্ব্বাহ করে,ািহদের একজনকে দুই আনা পয়সা দিয়া আমি সেই চিঠি লিখাইয়া লইয়াছিলাম। খ্যা সমাপ্ত হইলে স্বাক্ষরের সময় সে আমাকে জিজ্ঞাসা করিল,-নাম? আমি তখন নাম খুঁজিয়া পাই না; তাই যা মনে আসিল, বলিয়া ফেলিলাম। আমি বলিলাম,- “লেখ, লোচন ঘোষ।” চিঠি ও খবরের কাগজ মাসী-মায়ের নিকট আমিই প্রেরণ করিয়াছিলাম।” এয়োদশ পরিচ্ছেদ অজ্ঞাতবাসের বিবরণ ‘বাবুকে আমি পূৰ্ব্ব-কথা জিজ্ঞাসা করিতে লাগিলাম। অন্যান্য কথা জিজ্ঞাসা করিয়া আমি বলিলাম,- “বাবু! তোমার নীেকা কি সত্য সত্য ডুবিয়া গিয়াছিল?” বাবু উত্তর করিল,- “ওরে বাপ রে! সে যে কি আশ্চৰ্য বাচিয়াছিলাম, তাহা আর আপনাকে কি বলিবা বৈশাখ মাস, ঠিক দুই বৎসর আগে আর কি! আমরা গোয়ালন্দ আসিতেছিলাম। সন্ধ্যার ঠিক পরেই পশ্চিম-উত্তর দিকে ভয়ানক মেঘ উঠিল। নিবিড় অন্ধকারে পৃথিবী ঢাকিয়া গেল। আরোহিগণ নৌকা কিনারায় লাগাইতে বলিল; কিন্তু তৎক্ষণাৎ প্রবল ঝড় Risbr দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comাির্ড”*******