পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কতক্ষণ নিদ্রা গিয়াছিলাম, তাহা বলিতে পারি না । সমুদ্র-তরঙ্গে ঝিনুকের খোলাখানি উঠিতে-নামিতেছিল, সৰ্ব্বদাই খোলাখানি সমুদ্র-বক্ষে দুলিতেছিল। সহসা “খ্যাস” করিয়া একটি শব্দ হইল ও সেই মুহুৰ্ত্তে ঝিনুকের খোলাখানি স্থির হইয়া দাঁড়াইল। তাহাতেই আমার নিদ্রাভঙ্গ হইল। আমি দেখিলাম যে, ঝিনুকের খোলাখানি সমুদ্রতীরে লাগিয়াছে। তখন সন্ধ্যা হয় হয়। হইয়াছে। এত দুঃখের পর আমি যে পুনরায় তীরে আসিয়া উপস্থিত হইয়াছি, তাহা দেখিয়া আমার আহাদের আর পরিসীমা রহিল না। মনে করিলাম যে, উপরে নিশ্চয় গ্ৰাম আছে। গ্রামে গিয়া প্রথম ক্ষুধা ও তৃষ্ণ নিবারণ করিব, তাহার পর একখানি গরুর গাড়ী আনিয়া মুক্তাটিকে লইয়া যাইব । এইরূপ মনে করিয়া ঝিনুকের খোলা হইতে আমি নামিলাম, কিন্তু যেই আমি নামিয়াছি, আর পাৰ্ব্বতপ্রমাণ একটি তরঙ্গ আসিয়া উপস্থিত হইল। তরঙ্গটি আমার মাথার উপর দিয়া চলিয়া গেল। তরঙ্গ দ্বারা তাড়িত হইয়া আমি অনেক দূর বালুকাময় শুষ্ক চড়ার উপর গিয়া পড়িলাম। তাড়াতাড়ি পুনরায় উঠিয়া দাঁড়াইলাম। যে স্থানে ঝিনুকের খোলা ছিল, সেই দিকে দৃষ্টি করিলাম। দেখিলাম যে, নিম্নগামী তরঙ্গ-জলের সহিত ঝিনুকের খোলাখানি দূর সমুদ্র অভিমুখে চলিয়া যাইতেছে। হায়! হায়! আমার বহুমূল্য মুক্তাটি ভাসিয়া গেল!! অনেকক্ষণ পৰ্যন্ত একদৃষ্টি সেই দিকে চাহিয়া রহিলাম। ঝিনুকের খোলাখনি সমুদ্রের মাঝখানে চলিয়া গেল,-অবিলম্বে সমুদ্র-তরঙ্গে লীন হইয়া অদৃশ্য হইয়া গুড়িল । এই সময় পশ্চিমদিকে সূৰ্য্যদেব অস্তমিত হইলেনুঠে, য় সমুদ্রকুল পরিত্যাগ করিয়া আমি উপরে উঠিতে লাগিলাম। উপরে উঠিয়া য় দেখিতে পাইলাম না। প্ৰথমে নিবিড় হেঁতাল বন দেখিতে পাইলাম। তাহার পর সুর্য্যন্য গাছও দেখিতে পাইলাম। নিবিড় অরণ্য, যেদিকে দৃষ্টি করি, সেই দিকেই বন। করিলাম যে, এ স্থানটি হয় সাগরদ্বীপ অথবা সুন্দরবনের অপর কোন অংশ। ৩১ আরও অগ্রসর হইতে লাগিলামY বন নিবিড় হইতে নিবিড়তার হইতে লাগিল। তখনও অল্প অল্প আলোক ছিল। সেই আলোকে দেখিতে পাইলাম যে, আমার দক্ষিণদিকে বনের ভিতর দিয়া কি একটা বৃহৎ জন্তু অতি নিঃশব্দে আমার সঙ্গে সঙ্গে যাইতেছে। তখন আমার বড় ভয় হইল। আমি নিশ্চয় বুঝিলাম যে, এ অন্য জন্তু নহে, এ ব্যাঘ, দূর হইতে আমায় অনুসরণ করিতেছে, সুবিধা পাইলেই লাফ প্ৰদানপূৰ্ব্বক আমার ঘাড়ে আসিয়া পড়িবে। আমি তাড়াতাড়ি একটি গাছে উঠিয়া পড়িলাম। গাছে কিছুদূর উঠিয়াছি, আর বাঘ ভয়াবহ গৰ্জ্জন করিয়া একলম্ফে সেই বৃক্ষতলে আসিয়া পড়িল। তাড়াতাড়ি আমি গাছের আরও উপরে উঠিতে লাগিলাম, বাঘ উচ্চ এক লম্ফ প্ৰদান করিয়া গাছ হইতে আমাকে পাড়িতে চেষ্টা করিল। কিন্তু আমি তখন যে স্থানে উঠিয়াছিলাম, লম্ফ প্ৰদান করিয়া বাঘ ততদূর পৌছিতে পারিল না। বাঘ পুনরায় ভূতলে পতিত হইল। ভীষণ গৰ্জ্জন করিতে করিতে পুনরায় সে উঠিয়া দাঁড়াইল, আর আমার প্রতি একদৃষ্টি চাহিয়া রহিল। তাহার চক্ষু দুইটি গোলাকার অগ্নি-শিখার ন্যায় জুলিতে লাগিল । বৃক্ষের উপর যতদূর উঠতে পারা যায়, ততদূর আমি উঠিলাম। তাহার পর সরু শাখা, তাহার উপর আর উঠতে পারিলাম না। বৃক্ষটি একটু হেলা, অর্থাৎ বক্রভাবে ভূমি হইতে উঠিয়াছিল। সৰ্ব্বনাশ! ব্যাঘ বৃক্ষের উপর উঠতে আরম্ভ করিল। আমি ভাবিলাম, আর রক্ষা V9QR 2 Փi-ՀՍՀ7 sNAls viði (SS BS! ro www.amarboi.com ro R