পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হস্তযুগল নিম্নগামী হইল, আর তাহার মুখমণ্ডল প্ৰসন্নভােব ধারণ করিল। মায়ের এইরূপ প্ৰসন্নভােব দর্শন করিয়া মুণ্ডমালা স্পর্শ করিতে আমার সাহসী হইল। পূৰ্ব্বেই বলিয়াছি যে, মুণ্ডগুলি টিকি দ্বারা লম্বিত ছিল। আমি মনে করিলাম যে, অনায়াসেই একটি মুণ্ড খুলিয়া লইতে পারিব। এইরূপ মনে করিয়া প্রথম আমি বন্ধন খুলিতে চেষ্টা করিলাম। কিন্তু সে বন্ধন কিছুতেই খুলিতে পারিলাম না। তাহার পর আমি মনে করিলাম যে, মুণ্ডটি অনায়াসে ছিড়িয়া লইতে পারিব। মুণ্ডটি ধরিয়া টানিতে লাগিলাম। আমার দেহে যত বল ছিল, সমুদয় বল প্রয়োগ করিয়া দুই হাতে টানাটানি করিতে লাগিলাম। কিন্তু কিছুতেই ছিড়িতে পারিলাম না। তাহার পর মায়ের হাতের খড়গখানি লইয়া শিখাটি কাটিতে চেষ্টা করিলাম। খড়গ অতি সুতীক্ষ ছিল, তথাপি শিখার একগাছি কেশও কাটিতে পারিলাম না। তাহার পর কুলঙ্গি হইতে সেই লৌহ-প্ৰদীপটি আনিয়া দীপশিখা দ্বারা টিকিকেশগুচ্ছ দগ্ধ করিতে চেষ্টা করিলাম। কিন্তু তাহার একগাছি কেশও দগ্ধ হইল না। নিরুপায় হইয়া সে মুণ্ডটি ছাড়িয়া অন্য মুণ্ডগুলি একে একে টানিয়া দেখিলাম; কিন্তু একটি মুণ্ডও মালা হইতে বিচ্ছিন্ন করিতে পারিলাম না। অবশেষে মায়ের বামহস্তের মুণ্ডটি দুই হাতে ধরিয়া টানিতে লাগিলাম। বাহির হইতে ডাকিনীগণ খলখল করিয়া হাসিয়া উঠিল। আমার টানাটানি দেখিয়া মুণ্ডটির মনে বোধ হয়। দয়া হইল। ঈষৎ হাসিয়া সে আমাকে বলিল,— “বৃথা টানাটানি ভগদত্তর হাতী আনিয়া যদি তুমি টানা-হেঁচড়া কর, তাহা হইলেও কিছু করিতে পরিবে না।” আমি বললাম, "তবে, মহাশয়, কৃপা করিদ্যুঞ্জপিন নিজে গমন করুন। আপনি না গমন করিলে নারিকেলমুখী আমাকে বিবাহ করিৱের্দিষ্ট মুণ্ড বলিল,- “বেশ তো! আমন চমৎকার লাভ করিবে । সে তো আনন্দের বিষয় ।” আমি বলিলাম,- “মহাশয়! এ ত য় নহে। আমি বড় বিপদে পড়িয়াছি। আমার প্রতি আপনি কৃপা করুন।” মুণ্ড বলিল,— “মন্দ কথা নহে? আমি নারিকেলামুখীর নিকট স্ব-ইচ্ছায় গমন করিব। আমাকে লইয়া লাউমুখীর সহিত সে ভাটা খেলিবে । লাউমুখীর যে আর একটি মুণ্ড আছে, তাহার সহিত আমাকে ঠোকাঠুকি করিবে। যদি আমি ভাঙ্গিয়া যাই, তাহা হইলে লাউমুখী জিতিবে; আর যদি লাউমুখীর মুণ্ড ভাঙ্গিয়া যায়, তাহা হইলে নারিকেলমুখী জিতিবে। ভাবিয়া দেখ, এরূপ কাজে কোন মুণ্ড স্ব-ইচ্ছায় গমন করে?” আমি বলিলাম,- “মহাশয় দেবতা! মায়ের বামহস্তে আপনি বিরাজ করিতেছেন। আমি আপনার নিকট কৃপাভিক্ষা করিতেছি। কৃপা করিয়া যদি আপনি আমাকে রক্ষা করেন, তবেই श्य ।" মুণ্ড বলিল,- “দেখ! আমরা বেতাল। আমরা সমস্যা, হেঁয়ালি, গল্প ভালবাসি। সমস্যা দিলে বিক্ৰমাদিত্যের ন্যায় পূরণ করিতে পরিবে?" আমি বলিলাম,- “না মহাশয়! আমার সে শক্তি নাই। আমি পাড়া-গেয়ে অজ্ঞ লোক।” মুণ্ড বলিল,- “তবে তুমি একটি গল্প কর, আমি শুনি। তাহার পর, ডাকিনীর হাত হইতে তোমাকে উদ্ধার করিতে আমরা যথাসাধ্য চেষ্টা করিব।” আমি বলিলাম,- “মহাশয়! পূৰ্ব্বেই বলিয়াছি যে, আমি একজন পাড়া-গেয়ে অজ্ঞ লোক। গল্প আমি জানি না।” মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro