পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শঙ্কু ঘোষের কন্যা প্ৰথম পরিচ্ছেদ হরিদাসী “হঁ্যা! মহাশয়! ইহার নাম হরিদাসী, আমার একমাত্র কন্যা। হরিদাসী আমাদের প্রাণ, গৃহিণীর ও আমার। হরিদাসীকে একদণ্ড না দেখিলে পৃথিবী আমরা আঁধার দেখি। হরিদাসীকে একবার ভাল করিয়া দেখুন, মহাশয়! আমাদের ঘরে এমন মেয়ে হয় না, রাজার ঘরে হইলে তবে শোভা পায় ।” সত্য সত্যই হরিদাসীর রূপলাবণ্য দেখিলে মুগ্ধ হইতে হয়। কন্যাটির বয়স দশ বৎসরের অধিক নয়। তথাপি তাহাকে একবার দেখিলে, বার বার দেখিতে ইচ্ছা হয়। রংটি ফুটফুটে; চক্ষু দুইটি টানা টানা; চক্ষুর তারা দুইটি উজ্জ্বল, ঢুলঢুলেও ঘোর কৃষ্ণবর্ণ চক্ষুর পাতাগুলি ঘন দীর্ঘ; নিবিড় মেঘরাশির ন্যায় মাথার চুল,— ক্ষেকের ঘরে এরূপ কন্যা অতি বিরল। হরিদাসী শঙ্কু ঘোষের কন্যা। শঙ্কু ঘোষের দ্ৰিষ্ঠ ভূম জেলা। ইহার ঘরে আজ কুটুম্ব আসিয়াছেন। আহাৱাদি করিয়া কুটুম্ব বাহিৰ্ন্তে একখানি চালায় বসিয়া আছেন। বৈশাখ মাস, বেলা দুইপ্রহর, রৌদ্র বা-বা করিতেছে ঘোষ কুটুম্বের নিকট বসিয়া গল্প করিতেছেন। এমন সময় নাচিতে নাচিতে হরিদাসী আসিয়া সেই স্থানে উপস্থিত হইল। চালাখানি সহসা যেন আলোকিত । কুটুম্ব হরিদাসীর দিকে একদৃষ্টি চাহিয়া রহিলেন। তাহা দেখিয়া হরিদাসীর পিতা উপরের কথাগুলি বলিলেন । শঙ্কু ঘোষ পুনরায় বলিলেন,- “হা মহাশয়! ধৰ্ম্ম-কৰ্ম্ম করিলে, জীবের প্রতি দয়া করিলে, ভগবান যে প্ৰসন্ন হন, তাহা আমি প্রত্যক্ষ দেখিয়াছি।” কুটুম্ব জিজ্ঞাসা করিলেন,- “আপনি প্ৰত্যক্ষ দেখিয়াছেন? কি হইয়াছিল? শন্তু বলিলেন, — “আপনি একটু শয়ন করুন, কাছে বসিয়া আমি সেই গল্প করি। বড় গল্প করিয়া আপনাকে আমি বিরক্ত করিব না, গল্পটি ছোট । হরিদাসী, মা! তুমি ঘরের ভিতরে ՀյN3 լ՞ শষ্ণু বলিলেন,- “আজ পাঁচ বৎসরের কথা বলিতেছি। একবার ধান বেচিতে আমি শিউরি গিয়াছিলাম। আমার নিজের সামান্য একখানি গরুর গাড়ী আছে। ধানের থলিগুলি সেই গাড়ীতে লইয়া গিয়াছিলাম। যাইবার চারি-পাঁচ দিন পূৰ্ব্ব হইতে পাড়াপ্রতিবাসী সকলে আসিয়া বলিতেছিলেন,- “ঘোষের পো! আমার জন্য এ জিনিস আনিও, কেহ বলিতেছিলেন, আমার জন্য সে জিনিস আনিও। কাহারও কাপড়, কাহারও বাসন, কাহারও শিল, এইরূপ নানাবিধ জিনিস আনিতে মুক্তা-মালা JbÓዓ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro