পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সকলে আমাকে অনুরোধ করিতেছিলেন। তাহার পর আমার নিজের গৃহিণীর ফর্দ । সেও একরাশি জিনিষের ফৰ্দ আমি লেখা-পড়া জানি না; মন আমার কাগজ-কলম; যাহার যে বস্তু আবশ্যক, সে সব আমি মনে করিয়া লইলাম। অবশেষে হরিদাসীকে আমি জিজ্ঞাসা করিলাম,- “তোমার কি চাই, মা?” হরিদাসী উত্তর করিল,— “আমার জন্য ভাল একটি কাঠের পুতুল আনিও, বাবা।” যাইবার দিন প্ৰাতঃকালে হরিদাসী গাড়ীর কাছে আসিয়া দাঁড়াইল। আদর করিয়া আমি তাহাকে কোলে লইলাম। আমার বক্ষঃস্থলে মাথা রাখিয়া হরিদাসী পুনরায় বলিল,- “আমার জন্য ভাল দেখিয়া কাঠের পুতুল আনিও, বাবা।” আমি উত্তর করিলাম,- “হঁ্যা, মা! নিশ্চয় আনিব। শিউড়ির বাজারে সকলের চেয়ে ভাল যে কাঠের পুতুল পাই, তোমার জন্য তাঁহাই আনিব।” আমাদের গ্ৰাম হইতে শিউড়ি দশ ক্রোশ পথ। সন্ধ্যাবেলা সে স্থানে উপস্থিত হইলাম। তাহার পর ধান বেচিলাম। কতক কতক জিনিষও ক্রয় করিলাম। তৃতীয় দিন যাহা বাকী ছিল, সেই সমস্ত জিনিষ-পত্র কিনিলাম। বলা বাহুল্য যে, হরিদাসীর জন্য একটি কাঠের পুতুল কিনিলাম। এই সব কাজ সারিতে অনেকটা বেলা হইয়া গেল। আজ আমার বাটী ফিরিবার কথা। সকলকে নিশ্চয় করিয়া বলিয়া আসিয়াছিলাম যে, তৃতীয় দিন যেমন করিয়া পারি বাড়ী আসিয়া পীে ছিব। কিন্তু এত বেলায় শিউড়ি হইতে বাহির হওয়া উচিত নয়; কারণ, বাড়ী পীে ছিতে রাত্রি হইয়া যাইবে। সময়টাও ভাল ছিল না দেশে একপ্রকার আকাল উপস্থিত। ਦੇ ছিল। এই সকল কারণে একবার মনে করি অঁজি আর বাটী ফিরিব না। কিন্তু না গেলে বাড়ীর লোকে অতিশয় চিন্তিত হইবে। তাহাৰ্ব্বং পর হরিদাসীর চাঁদ-মুখখানি দেখিবার নিমিত্ত প্ৰাণ বড়ই কাতর হইয়া উঠিল। যা যাই! অবশেষে এই মনে করিয়া দুৰ্গা বলিয়া যাত্রা করিলাম । দ্বিতীয় পরিচ্ছেদ বাবা গো ! শীতকাল! দারুণ শীত। তাহার উপর সমস্ত দিন বাদলার মত করিয়াছিল। টিপ্‌-টিপু করিয়া বৃষ্টি পড়িতেছিল। হু-হু শব্দে বাতাস বহিতেছিল। সন্ধ্যাবেল বিলক্ষণ একপসলা বৃষ্টি হইয়া গেল। আমার কাপড়-চোপড় সব ভিজিয়া গেল। শীতে আমি কাপিতে লাগিলাম। সৰ্ব্বশরীর আমার অবশ হইয়া গেল। তখনও আমার গ্রাম হইতে আমি পাঁচ ক্রোশ দূরে। দ্রুতবেগে গাড়ী হাঁকাইয়া দিলাম। আমাদের গ্রাম হইতে দুই ক্রোশ দূরে বড় মাঠের মাঝখানে আসিয়া উপস্থিত হইলাম। পুনরায় ঘোর মেঘ করিয়া আসিল। মুষলধারে বৃষ্টি পড়িতে লাগিল, তাহার উপর প্রবল ঝড় উপস্থিত হইল। নিবিড় অন্ধকার। কোলের মানুষ দেখা যায় না। আমাদের গ্রাম হইতে এক ক্রোশ দূরে ছোট একটি নদী আছে। সেই নদীর vobr দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comশ্মির্ত্য","র্প ********