পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল্যবান তামাক ও জ্ঞানবান সর্প প্ৰথম অধ্যায় সূচনা ফরসূডাঙ্গায় পূৰ্ব্বে অনেক গুলির আডড ছিল। তাহার সঙ্গে দুই-একটি গাঁজার আডডাও ছিল। তাহাদিগের মধ্যে জয়গোবিন্দ ভড়ের আডাটি সৰ্ব্বপ্রধান ছিল। সেই আডিডায় মাণিকবাবু, নবীনবাবু, হরেনবাবু, গণেশীবাবু, প্রভৃতি অনেকবাবু সভ্য ছিলেন। ভড় মহাশয় ইহার আডিডাধারী ছিলেন। একদিন তিন ছিলিম মূল্যবান বড় তামাক সেবনের পর হরেনবাবু যুদ্ধের কথা আরম্ভ করিলেন। মাণিকবাবু জ্ঞানগম্ভীরস্বরে তাহার আলোচনা করিলেন। গণেশীবাবু তাহার উপর টীকা করিলেন। নবীনবাবু কিছু বলিবার জন্য হী করি , এমন সময় আডডাধারী মহাশয় তাহাকে নিষেধ করিলেন । (C) আডডাধী বললেন,— “হরেন! তােমাদের মুখ কি আর অন্য কথা নাই? যুদ্ধের কথা শুনিয়া শুনিয়া কান ঝালাপালা ধরিয়া গেল। য়ুর্দিষ্টঅ গল্প থাকে ভো বল, যে শুনি।” আডিডাধারীর বিরক্তিভাব দেখিয়া হয়ে অপ্ৰতিভ হইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, — “কিসের গল্প করিব?” আডিডাধারী ভাবিতে লাগিলেন। সেই অবসরে নবীনবাবু বলিলেন,- “শাস্ত্ৰ-প্ৰসঙ্গ, ভূতপ্রসঙ্গ, ব্যাঘ্র-প্রসঙ্গ এ সভায় অনেক হইয়া গিয়াছে। তাহাতে নূতনত্ব আর কিছু নাই। আদ্যকার সংবাদ-পত্রে দেখিলাম যে, আফ্রিকা মহাদেশে একপ্রকার সর্প আছে। তাহদের শরীর কনিষ্ঠ অঙ্গুলির মত স্থূল। তথাপি তাহারা আস্ত হংসডিম্ব গলাধঃকরণ করিতে পারে। সামান্য বঁাশের ন্যায় স্থূল অজগর সর্প ও মহিষ প্রভৃতি পশুকে গ্ৰাস করে। আজ সাহের গল্প হউক না কেন?” আডিডাধারী বলিলেন,- “ঠিক বলিয়াছ, নবীন। আমি একখানি নভেল লিখিব মনে করিয়াছি। ভূতের গল্প সংগ্ৰহ করিয়াছি; বাঘের গল্প সংগ্ৰহ করিয়াছি! এখন সাপের গল্প পাইলেই আমার পুস্তকখানি পূর্ণ হয়। কেহ যদি ভাল ভাল, অথচ সম্পূর্ণ সত্য, সাপের গল্প জান তো বল দেখি, শুনি, ভাই!” সকলে চুপ করিয়া রহিলেন। সকলকে চুপ করিয়া থাকিতে দেখিয়া মাণিক বলিলেন,- “তোমরা সকলেই দেখিতেছি, সর্পবিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। সঙ্গে করিয়া আজ আমি এই যে বাবুটিকে আনিয়াছি, ইহার নাম তিনু, সম্প্রতি ইনি দেশ হইতে আসিয়াছেন। ইহাদের দেশে অনেক প্রকার সাপ আছে। ইনি বোধ হয় সাপের গল্প করিতে পারেন।” ଧ୍ରୁs-aff] C) sNAls viði (SS BS! ro www.amarboi.com ro