পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিনুবাবু উত্তর করিলেন, — “সাপটি প্রায় দশ হাত লম্বা হইবে। পুষ্করিণীর মাঝখানে যে স্থানে মেয়ে আমার হাবুডুবু খাইতেছিল, সাপটি তাড়াতাড়ি প্রথম সেই স্থানে গিয়া উপস্থিত হইল। তাহার পর আপনার শরীরের মধ্যভাগ দিয়া বালিকার গলায় সে দৃঢ় রূপে একটি পাক দিল। সেই পাকে গলা বন্ধ হইয়া বালিকা আর জল গিলিতে পারিল না। সাপটি তখন তাহার মস্তক ও লাঙ্গুল দ্বারা সীতার দিতে লাগিল। এইরূপে সন্তরণ করিয়া সে বালিকাকে ক্ৰমে সে কিনারায় আনিয়া ফেলিল। এমনি দৃঢ়রপে সাপ তাহার গলায় পাক দিয়াছিল যে, একফোঁটা জলও বালিকার উদারস্থ হইতে পায় নাই। অতি সুবুদ্ধি সাপ। কেমন, গল্পটি ভাল নহে?” আডিডাধারী উত্তর করিলেন,- “অতি চমৎকার গল্প। তাহার পর?” তিনু বলিলেন, — “মেয়েকে কিনারায় রাখিয়া সাপটি আস্তে আস্তে তাহার গলার পাক খুলিয়া দিল। তখন মেয়ে নিশ্বাস ফেলিতে পারিল। নিশ্বাস ফেলিয়া মেয়ে ভূমি হইতে উঠিল। তখন সাপটি কুলোপােনা চক্ৰ ধরিয়া তাহার সম্মুখে দাড়াইল। আমার মেয়ে সেই ফণার উপর স্নেহের সহিত ধীরে ধীরে চাপড়াইয়া তাহাকে অনেক আদর করিল। আহাদে আটখানা হইয়া সাপটি হাসিতে লাগিল। এইরূপে আমোদ-আহাদ করিয়া সে দিন বনে চলিয়া গেল। তাহার পরদিন সকালবেলা দেখি যে, সেই সাপটি আবার আমার বাড়ীতে আসিয়া উপস্থিত। আমার মেয়ে তখন ধামি করিয়া মুড়ি খাইতেছিল। সুড়-সুড়-সুড় করিয়া সাপটি তাহার নিকট গিয়া বসিল। চিনিতে পারিয়া ধামি হইতে আমার মেয়ে তাহাকে দুই গাল মুড়ি দিল। কুড়-কুড় কুড়কুড় করিয়া সাপ বসিয়া বসিয়া সেই মুড়িগুলি খাইল । লি খাইয়া সে পুনরায় বনে চলিয়া গেল । এইরূপে প্রতিদিন সকালবেলা আমার মেয়ের সে মুড়ি খাইতে আসে। বিশ্বাস না আডিডাধারী বলিলেন- “না না! আ বাড়ী অতি নিকটে বটে; কিন্তু সে স্থানে আমাদের যাইতে হইবে না। আপনার । আর আছে?” তৃতীয় অধ্যায় শিশু ও বেঁড়ে তিনু বলিলেন, — “আছে বৈকি। আর একটি বলি শুনুন। আট মাসের আমার এক শিশু ছেলে আছে। গৃহিণী কাজকৰ্ম্মে ব্যস্ত থাকেন; ছেলেটিকে বাড়ীর উঠানে ছাড়িয়া দেন। বাড়ীর প্রাঙ্গণে। সে হামাগুড়ি দিয়া বেড়ায়, আর মাঝে মাঝে র্যাড়ের মত চীৎকার করে। তাহার কান্নার শব্দ শুনিলে গর্ভিণীর গর্ভপাত হয়। কিন্তু এখন আর সে কাদে না । দু-একদিন চুপ করিয়া থাকিবার পর, আমরা একদিন ভাবিলাম যে, ছেলে পূর্বের মত আর কাদে না কেন? মন-মানুসারে একদিন আমরা আড়ি পাতিয়া দেখিলাম। দেখিলাম যে, ছেলে যেই কান্নার সুর তুলিল, আর নিকটে এক গৰ্ত্তের ভিতর হইতে একটি সাপ উকি মারিয়া দেখিল। তাহার পর সাপটি ক্রমে ক্ৰমে সেই গৰ্ত্তের ভিতর হইতে বাহির হইল। চন্দ্রবোড়া কাহাকে বলে তা জানেন তো? এ সেই চন্দ্রবোড়া সাপ। কিন্তু এ সাপটির একটু বাহার আছে। সাপটির লেজ কিরূপে খাসিয়া ଝୁଏମ-୩ କୀ లి sNAls viði (SS BS! ro www.amarboi.com ro