পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাধব চক্ৰবৰ্ত্তী বলিলেন, — “আমি চুপ রহি নাই। গিরিশের পরিচয় আমি জিজ্ঞাসা করিয়াছিলাম। সকল বিষয়ে সুপাত্ৰ বটে, কিন্তু অবস্থা ভাল নহে, তাহা ব্যতীত, গিরিশের কোন কুলে কেহ নাই। তাহার সহিত এ বিষয়ে আমার কথা হইয়াছিল। সরলাকে বিবাহ করিতে গিরিশের বিশেষরূপ আগ্রহ আছে। কিন্তু সে বলে যে, পাশ না দিয়া কিরূপে বিবাহ করি? যদি পাশ না হই, তাহা হইলে কি করিয়া পরিবার প্রতিপালন করিব? ভাল, যখন এতদিন গিয়াছে, তখন আরও কিছুদিন অপেক্ষা করা যাউক । গিরিশ আমার নিকট সত্য করিয়াছে যে, পাশ হইলে সে অন্য কোন স্থানে বিবাহ করিবে না।” মাধব চক্ৰবৰ্ত্তীর মনিব, গোপীমোহন ডাক্তারের সহিতও গিরিশের আলাপ-পরিচয় হইল। গিরিশের তীক্ষ বুদ্ধি ও শান্ত স্বভাব দেখিয়া গোপীবাবু সৰ্ব্বদাই তাহার প্রশংসা করিতেন। একদিন গোপীবাবু গিরিশকে বলিলেন, — “আমি দিন দিন দুৰ্ব্বল হইয়া পড়িতেছি। হাঁপানি কাশিতে বড়ই কষ্ট পাইতেছি। প্রতিদিন যত বাড়ী হইতে ডাক আসে, সে সকল স্থানে যাইতে পারি না। তুমি যদি আমার ডাক্তারখানায় আসিয়া নিযুক্ত হও, তাহা হইলে আমার বড় উপকার হয়। প্ৰাতঃকালে আমার বাটীতে যে সমুদয় রোগী আসে, অবসর পাইলে তাহাদিগকে তোমায় দেখিতে হইবে, আর ডাক্তারখানার কাজকৰ্ম্মের ভারও লাইতে হইবে। আপাততঃ তোমার সমুদয় খরচ আমি দিব, তাহার পর তুমি পাশ হইলে তোমাকে ডাক্তারখানার একটা অংশ দিব। আর যাহাতে তোমার ভালরূপ পসার হয়, তাহাও আমি করিব।” গিরিশ এই প্ৰস্তাবে সম্মত হইলেন। যে বালক তিনি পড়াইতেন, তাহাদের করিতে লাগিলেন। যেদিন প্ৰাতঃকালে কন্তের্ভুজ যাইতে হইত না, সেদিন বাহিরের রোগীদিগকে দেখিয়া, তাহদের নিমি ধের ব্যবস্থা করিতেন। সন্ধ্যার সময় ডাক্তারখানার কাজ দেখিতেন । গিরিশের বাসা কিছুদূরে ছিল। একদিন মাধব চক্ৰবৰ্ত্তী তাঁহাকে বলিলেন, — ঘরটি পড়িয়া আছে। যদি তুমি ইচ্ছা কর, তাহা হইলে সেই ঘরে আসিয়া থাকিতে পাের। আর আমাদেরও যদি একমুঠা হয়, তোমারও একমুঠা হইবে।” আনন্দ হইল। মাধব চক্ৰবৰ্ত্তীর সেই ছোট বৈঠকখানায় গিরিশ বাস করিতে সম্মত হইলেন। গিরিশ বলিলেন,- “আপনার বাহিরের ঘরে আমি থাকিব, আপনার ঘরেও আমি খাইব । কিন্তু আপনার অবস্থা ভাল নহে। আপনাকে খরচ লাইতে হইবে। আমার যত ব্যয় যখন গোপীবাবু নিৰ্ব্বাহ করিতে প্রতিশ্রুত হইয়াছেন, তখন আপনি খরচ লাইবেন না কেন? খরচ না লাইলে আপনার বাটীতে থাকিব না।” অগত্যা মাধব চক্ৰবৰ্ত্তকে একথায় সম্মত হইতে হইল। গিরিশ মাধব চক্ৰবৰ্ত্তাঁর বাটীতে বাস করিতে লাগিলেন। তাহার ঘরে আহার করিতে লাগিলেন। সরলাকে সৰ্ব্বদাই দেখিতে পাইতেন। সরলার লজ্জাশীলতা, সরলার মধুর কথা, সরলার নানা গুণ দেখিয়া তিনি নিতান্ত মুগ্ধ হইলেন। V)Að মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro a.