পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আসিয়া মদের নেশায় অজ্ঞান হইয়া পড়িয়া থাকিতেন। সে অবস্থায় ভূতে আর তাঁহার কি করিতে পারে? চাকর-চাকরাণী পলাইয়া গেল। মা-লক্ষ্মী ও তাহার ভগিনী ভয়ে কাঁপিতে লাগিলেন। এ বাড়ীতে কি করিয়া রাত্রিকালে একেলা থাকিবেন? আমি বলিলাম,- “মা! তোমাদের কোন ভয় নাই। আমি তোমাদিগকে কিছুতেই ছাড়িব না। রাত্ৰিতে তোমাদিগকে চৌকি দিয়া থাকিব। প্রতিদিন আমি বারেণ্ডায় শুইতে লাগিলাম। ভূতের উপদ্রবের বিরাম নাই। কিন্তু মা-লক্ষ্মী, তাহার ভগিনী ও আমি তিন জনে একসঙ্গে বসিয়া কোনরূপে রাত্রি কাটাইতাম। যেদিন বাবু আসিতেন, সেদিন অনেকটা ভরসা হইত। দুই-চারি দিন পরে পূর্ণিমার রাত্রি আসিল । আমি বরেণ্ডায় শুইয়া আছি। স্বামীর প্রতীক্ষায় মা-লক্ষ্মী বসিয়া রহিলেন। সেই ঘরের একপার্শ্বে তাহার ভগিনী শয়ন করিল। ঘরে ছোট একটি ইংরেজী বাজনা ছিল, আস্তে আস্তে সেই বাজনা টিপিয়া মা-লক্ষ্মী গুন-গুন শব্দে এই গীতটি গাহিতে লাগিলেন— “কেন এত নিদয় হইলে? অবসান নিশি, অস্ত গেল শশী, দাসীরে ভুলিয়া নাথ কোথায় রহিলে!” এইটুকু গাহিয়াই মা-লক্ষ্মী ভয়ানক চীৎকার করিয়া উঠিলেন। যেরূপ চীৎকার কাল রাত্ৰিতে আপনি শুনিয়াছিলেন। সেই মুহূৰ্ত্তে ঘরের ভিতর হইতে একটি পুরুষমানুষ তাড়াতাড়ি বাহির হইয়া গেল। সে লোক কখন ঘরের ভিতর প্রবেশ করিয়াছিল, তাহা আমি দেখি নাই। কিন্তু যখন সে বাহির হইয়া যায়, জ্যোৎস্থার আলোকে তাহাকে আমি তখন চিনিতে পারিলাম। চীৎকার শুনিয়া তাড়াতাড়ি রর ভিতর প্রবেশ করিলাম। গিয়া দেখিলাম যে, মা বিছানায় পড়িয়া আছেন, তাহাৰুর্গার্লার আধখানি কে কাটিয়া দিয়াছে, ঘর রক্তগঙ্গা হইয়াছে। মা তখনও জীবিত অর্জনা ভগিনীকে ও আমাকে লক্ষ্য করিয়া মা বলিলেন,- “আমার কপালে যাহা জুলুঙ্গুষ্ঠা ঘটিল। তোমরা দুইজনে আমার নিকট সত্য করা যে, আমাকে কে মারিয়াছে, $থা তোমুরা প্ৰকাশ করবে না? এত কাকূতি-মিনতি ফরিয়া মা আমাদিগকে বলিলেন যে ”আমরা থাকিতে পারিলাম না। তাঁহার পায়ে হাত দিয়া দুই জনেই আমরা সত্য করিলাম। এখনও মা মাঝে মাঝে আমার সম্মুখে আসিয়া সেই সত্য পালন করিতে আদেশ করেন। তাই! তাহা না হইলে, কোন কালে বেটাকে মারিয়া আমি ফাঁসি যাইতাম।” নটবর জিজ্ঞাসা করিলেন,- “তাহার পর?” মালী বলিল,— “তাহার পর আর বড় কিছু নয়। গোকুলবাবুর অনেক টাকা খরচ হইয়া গেল। মা-লক্ষ্মী আপনার গলায় আপনি ছুরি দিয়াছেন, এইরূপ প্ৰমাণ হইল। কিন্তু তিনি আত্মহত্যা করেন নাই। আপনার যদি সাহস হয়, তাহা হইলে পূর্ণিমার রাত্রিতে পুনরায় আসিবেন। সেদিন আরও কিছু দেখিতে পাইবেন। কোন ভয় নাই, মা-লক্ষ্মীকে আবার ভয় কি? ঐ দুইটা পাষণ্ড ভূতকেই যা ভয় ।” মুক্তা-মালা BSC sNAls viði (SS BS! ro www.amarboi.com ro